কক্সবাজারের ৪টি সংসদীয় আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন প্রায় ৪০ জন প্রত্যাশী।
৩০০ আসনের প্রত্যাশীদের নিয়ে আগামীকাল রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে দলীয় মতবিনিময় সভা।
এই সভায় উপস্থিত হতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সব প্রার্থীকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন।
দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে।
আসন প্রতি গড়ে ১১ জন করে সারাদেশে ৩৩৬২ জন এবার আওয়ামী লীগের প্রার্থী হতে চান।
ইতিমধ্যে সংসদীয় মনোনয়ন বোর্ডের বিভাগ ভিত্তিক প্রার্থী যাচাই বাচাইয়ে অনুষ্ঠিত হয়েছে তিনটি সভা । প্রায় সব আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত সহ আসন কেন্দ্রিক সমস্যা নিরসনে বিকল্পদের রাখা হয়েছে সীমিত তালিকায়।
সংসদীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের ধারণা, যে সব আসনে দলকে নৌকা নিয়ে প্রতিনিধিত্ব করার মতো একের অধিক প্রত্যাশী আছে তাদের সাথে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্র বলছে, সীমিত তালিকায় থাকা এসব প্রার্থীদের ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সাথে বিশেষ সাক্ষাৎ এর জন্য দলীয় হাই কমান্ড থেকে মানসিক প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এ সভায় কক্সবাজারের ৪ আসনের চুড়ান্তরাও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাবেন। তবে কারা চুড়ান্ত হয়েছেন তা এখনো জানা যায় নি।