ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/১১/২০২৪ ৮:২৮ এএম

দেশের ব্যাংক খাত বরাবরই মুনাফার ধারায় চলছে। যদিও অর্থনৈতিক অনিশ্চয়তা বা রাজনৈতিক অস্থিরতায় বিভিন্ন সময়ে কিছু ব্যাংকের মুনাফা কমেছে বা লোকসান করেছে। একই চিত্র দেখা গেছে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায়। বিশেষ করে জুলাইজুড়ে টানা আন্দোলন ও আগস্টে সরকার পতনের প্রভাবে ৯টি ব্যাংক লোকসান করেছে। মুনাফা কমেছে আরও ১০টির। তবে এ মন্দার মাঝেও ভালো ব্যবসা করেছে কয়েকটি ব্যাংক। তালিকাভুক্ত ১৬টি ব্যাংকের মুনাফা বেড়েছে গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে।

ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সর্বোচ্চ মুনাফা বেড়েছে ব্র্যাক ব্যাংকের। ব্যাংকটির কর-পরবর্তী মুনাফা বেড়েছে ৪২৯ কোটি ২১ লাখ টাকা। পূবালী ব্যাংকের কর-পরবর্তী মুনাফা বেড়েছে ১০৪ কোটি ৫৬ লাখ টাকা, যা দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া মুনাফা বৃদ্ধি পাওয়া অন্য ব্যাংকগুলোর মধ্যে রয়েছে এনসিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, ওয়ান ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, যমুনা ব্যাংক, এসবিএসি ব্যাংক, ইউসিবি ব্যাংক, শাহজালাল ইসলামী, এনআরবিসি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট, ট্রাস্ট ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক। এর মধ্যে এনআরবিসি ব্যাংক লোকসান থেকে মুনাফায় ফিরেছে।

ব্যাংকগুলোর অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদক অনুসারে, ব্র্যাক ব্যাংক ১ হাজার ১০ কোটি ৬২ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৮১ কোটি ৪১ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৪২৯ কোটি ২১ লাখ টাকা বা ৭৪ শতাংশ। পূবালী ব্যাংক ৪৪৫ কোটি ৮৭ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৩৪ কোটি ৪৪ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ১১১ কোটি ৪৩ লাখ টাকা বা ৩৩ শতাংশ। এনসিসি ব্যাংক চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ২০১ কোটি ৫১ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৬ কোটি ৯৪ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ১০৪ কোটি ৫৬ লাখ টাকা বা ১০৮ শতাংশ। প্রিমিয়ার ব্যাংক ৪৪৫ কোটি ৮৭ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৩৪ কোটি ৪৪ লাখ টাকা।

এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৬৫ কোটি টাকা বা ১৫ শতাংশ। সিটি ব্যাংক ২০১ কোটি ২৩ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪২ কোটি ৫ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৫৯ কোটি ১৭ লাখ টাকা বা ৪২ শতাংশ। উত্তরা ব্যাংক ১২১ কোটি ৮১ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৫ কোটি ২৬ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৪৬ কোটি ৫৫ লাখ টাকা বা ৬২ শতাংশ। ওয়ান ব্যাংক চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৫৬ কোটি ৫৮ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ কোটি ৩৭ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৪০ কোটি ২১ লাখ টাকা বা ২৪৬ শতাংশ।

এ ছাড়াও মার্কেন্টাইল ব্যাংক ১১৭ কোটি ৮২ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৬ কোটি ৩০ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৩১ কোটি ৫২ লাখ টাকা বা ১০০ শতাংশ। যমুনা ব্যাংক চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ১০৫ কোটি ৫৫ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৬ কোটি ৪২ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২৯ কোটি ১৩ লাখ টাকা বা ৩৮ শতাংশ। এসবিএসি ব্যাংক ৩৯ কোটি ৯১ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫ কোটি ৬৩ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২৪ কোটি ২৮ লাখ টাকা বা ১৫৫ শতাংশ। ইউসিবি ব্যাংক ৯৮ কোটি ৪৯ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৫ কোটি ৬০ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২২ কোটি ৮৯ লাখ টাকা বা ৩০ শতাংশ।

শাহজালাল ইসলামী ব্যাংক ১১৭ কোটি ৫৪ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৬ কোটি ২৪ লাখ টাকা। এ হিসেবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২১ কোটি ৩০ লাখ টাকা বা ২২ শতাংশ। মিউচুয়াল ট্রাস্ট ৯০ কোটি ১১ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৮২ কোটি ৮৭ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৭ কোটি ২৩ লাখ টাকা বা ৯ শতাংশ। ট্রাস্ট ব্যাংক ১২৩ কোটি ৪ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১১৭ কোটি ৮৯ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৫ কোটি ১৪ লাখ টাকা বা ৪ শতাংশ। স্ট্যান্ডার্ড ব্যাংক ১৮ কোটি ৯০ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ কোটি ২৪ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২ কোটি ৬৬ লাখ টাকা বা ১৬ শতাংশ।

এনআরবিসি ব্যাংক ১১ কোটি ২৪ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ কোটি ৭১ লাখ টাকা লোকসান। এ হিসাবে ব্যাংকটি মুনাফা করেছে ১৭ কোটি ৯৫ লাখ টাকা বা ২৬৮ শতাংশ। অর্থাৎ ব্যাংকটি লোকসান থেকে মুনাফায় ফিরেছে

পাঠকের মতামত

রোহিঙ্গাদের কোনো অবস্থাতে প্রবেশ করতে দেব না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থাতে প্রবেশ করতে দেব না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) ...

পাকিস্তান থেকে আসা সেই জাহাজে এবার যা যা এল

দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুবাই-করাচি-চট্টগ্রাম রুটের কনটেইনারবাহী জাহাজ ‘এমভি ...