প্রেস বিজ্ঞপ্তি::
উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল কালো ব্যাচ ধারণ, শোক র্যালী, আলোচনা সভা, ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগীতা, বঙ্গবন্ধুর চিত্রাংকন প্রতিযোগীতা ও বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত ও বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দেয়াল পত্রিকা।
গতকাল ১৫ আগস্ট সকাল ৯ টায় স্কুল ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ সকল ছাত্রছাত্রীরা কালো ব্যাচ ধারণ করে জাতীয় সংঙ্গীত পরিচালনা করা হয়। বঙ্গবন্ধুর জীবনীর উপর স্মৃতিচারণ সভা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইসলামের সভাপতিত্বে ও মাষ্টার জিতেন্দ্রল লাল বড়–য়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গিয়াস উদ্দিন চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, অবসর প্রাপ্ত সার্জেন মাহমুদুল হক সিকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে মির্জা জহির রায়হান, পরিমল বড়–য়া, মোঃ আলম। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ। বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল হক আনচারী। বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দেয়াল পত্রিকা স্কুলের ছাত্রছাত্রীদের সহযোগীতায় তৈরী করেন স্কুলের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন, পিপলু চন্দ্র দে, জয়বর্ধন, হেলাল উদ্দিন।
পাঠকের মতামত