উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/১০/২০২২ ১২:১৯ পিএম

বিমানে বোমা রাখা আছে বা ছিনতাই করেছে সন্ত্রাসীরা, এমন গল্প নিয়ে বলিউডে নির্মাণ হয়েছে বহু সিনেমা। তবে এবার বাস্তবেই এমন ঘটনা ঘটল ভারতে।

মস্কো থেকে দিল্লিগামী একটি ফ্লাইটে বোমাতঙ্কের কারণে ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরজুড়ে সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, চার শতাধিক আরোহী নিয়ে দিল্লির উদ্দেশে যাত্রার পর বিমানটিতে বোমা আছে বলে ইমেইল পায় ভারতীয় কর্তৃপক্ষ। এরপরই বাড়ানো হয় নিরাপত্তা, নিয়ে আসা হয় বোমা নিষ্ক্রিয় দলের সদস্যদের। জরুরি অবতরণের পর বিমানটিতে কিছু পাওয়া না গেলেও শুরু হয়েছে তদন্ত।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ৩টা ২০ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে মস্কো থেকে আসা একটি বিমান। এরপরই দ্রুত যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। পুরো বিমানে শুরু হয় তল্লাশি।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাত দেড়টার দিকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি মেইল আসে। যেখানে বলা হয়, ৪০০ যাত্রী নিয়ে মস্কো থেকে রওনা দেয়া বিমানটিতে বোমা রাখা আছে। এরপরই বিমানবন্দরজুড়ে দেখা দেয় আতঙ্ক। জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা।

দিল্লি পুলিশ জানায়, বিমানটি তল্লাশি করে এমন কোনো আলামত পাওয়া যায়নি। এরপরও বিমানবন্দরের ভেতরে ও বাইরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাখা হয়েছে বোমা নিষ্ক্রিয় দলের সদস্যদের।

মেইল কোথা থেকে এসেছে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে ভারতীয় গোয়েন্দারা। একটি তদন্ত দলও গঠন করা হয়েছে।

এর আগে গত মাসে ভারতের আকাশসীমা ব্যবহার করে চীনগামী ইরানের একটি যাত্রীবাহী ফ্লাইটে বোমা আতঙ্কে সতর্কতা জারি করা হয়। ইরানের বিমানটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চায়। তবে, নানা কারণ দেখিয়ে বিমানটিকে জয়পুরের দিক যাওয়ার অনুরোধ জানান কর্তৃপক্ষ। তবে, জয়পুরে অবতরণ না করেই চীনের আকাশসীমায় প্রবেশ করে বিমানটি। নিরাপত্তার স্বার্থে ভারতীয় সীমা পার না হওয়া পর্যন্ত নজরদারি চালায় ভারতের একটি যুদ্ধবিমান

পাঠকের মতামত

ট্রাম্পকে সৌদির পাল্টা জবাব: ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সৌদি আরব ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তির জন্য ফিলিস্তিন রাষ্ট্রকে ...

এইচআরডব্লিউর প্রতিবেদন হাসিনাসহ শীর্ষ কর্মকর্তারা গুমের ঘটনায় জড়িত

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) দাবি করেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ ...

মিয়ানমারে বিদ্রোহী জোটে ভাঙন, যুদ্ধ থামিয়ে জান্তার সঙ্গে হাত মেলাল দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী

মিয়ানমারে গৃহযুদ্ধ থামাতে চীনের কূটনৈতিক তৎপরতার ফল মিলল। বেইজিংয়ের মধ্যস্থতায় বিদ্রোহী জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’-এর ...

মার্কিন সহায়তা স্থগিত:থাই হাসপাতাল ছাড়ছে মিয়ানমারের শরণার্থীরা

বিদেশে মার্কিন সহায়তা স্থগিত করতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। ইতোমধ্যেই ...