উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৯/২০২৪ ৩:২২ পিএম
Oplus_131072

নার্সদের নিয়ে অসম্মানজনক কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগ দাবি ও নার্সিংয়ের মহাপরিচালক সহ সকল পদের নার্সদের পদায়ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা।

শনিবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজি মাকসুরা নুরের পদত্যাগ দাবিতে স্লোগান দেন মানববন্ধনকারীরা। এসময় “বদল এবার হবে হবেই, যোগ্য চেয়ারে নার্স বসবে,চেয়েছিলাম বদলী করলি কেনো কটুক্তি”- লেখা সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করেন মানববন্ধনে অংশ নেওয়া নার্সরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অপারেশন থিয়েটার ইনচার্জ(নার্স) ইউসুফ আলী বলেন,”আমাদের নার্সদের নিয়ে মহাপরিচালক মাকসুরা নুর অসম্মানজনক আচরণ করেছে। তাই আমাদের এক দফা এক দাবি মাকসুরা নুরের পদত্যাগ চাই। নার্সদের চেয়ারে নার্সদের দেখতে চায়।”
কর্মবিরতিতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,”আমাদের আন্দোলন চলমান আছে। পরিস্থিতি যদি স্বাভাবিক না আসে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হবো।”

পাঠকের মতামত

অপরিকল্পিত উন্নয়ন পানি নিষ্কাশনব্যবস্থা ধ্বংস, যত্রতত্র হোটেল-মোটেল দায়ী যে কারণে ডুবল কক্সবাজার

টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে তলিয়ে গেছে পর্যটন নগরী কক্সবাজার। ম্মরণকালের এ বন্যার জন্য ...

হেফাজতে ইসলামের কর্মী নিহত হওয়ার মামলায় ওসি রফিকুল তিন দিনের রিমান্ডে

হেফাজতে ইসলামের কর্মী নিহত হওয়ার মামলায় হাটহাজারী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) রফিকুল ইসলামের তিন ...