মহেশখালী প্রতিনিধি::
মহেশখালীতে একই স্কুলের দুই ছাত্রীকে এক যুবক অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৫ দিন ধরে দুই ছাত্রী উদ্ধার না হওয়ায় এর প্রতিবাদে সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহপাঠীরা গতকাল রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় এক আওয়ামী পরিবারের ছেলে ছাত্রলীগ নেতার হাতে ছাত্রী অপহরণের এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ছোট কুলালপাড়া গ্রামে। অপহৃত দুই ছাত্রী মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের ৮ম শ্রেণিতে পড়ে।
বিদ্যালয় সূত্র জানায়, মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের ৮ম শ্রেণির দুই ছাত্রীকে ( সঙ্গত কারণ নাম প্রকাশ করা হলনা) গত ২৯ জুলাই বিদ্যালয়ের ক্লাস শেষে বড় মহেশখালী ইউনিয়নের কুলাল পাড়ায় প্রাইভেট পড়তে গিয়ে বাড়িতে ফিরে আসার পথে ওই ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খান শিমুল ও তার সহযোগী ইউছুপ মো. জমির প্রকাশ জেবর মুল্লুক দুই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনাটি ওই ছাত্রীদের পরিবার গোপন রেখে তাদের উদ্ধারে স্থানীয়ভাবে চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে এক ছাত্রীর মা হোসনে আরা বেগম ও অপর ছাত্রীর পিতা আব্দুস শুক্কুর গতকাল থানায় পৃথক পৃথক দুটি এজাহার দায়ের করেন। অপহরণকারী ছাত্রলীগের নেতা হওয়ায় অতি গোপনে বিষয়টি স্থানীয় এক রাজনৈতিক নেতার মধ্যস্থতায় উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে অবশেষে ঘটনাটি লোকমুখে জানাজানি হয়ে যায়। এদিকে ঘটনার ৫দিন অতিবাহিত হলেও অপহৃত সহপাঠীদ্বয় উদ্ধার না হওয়ায় স্কুল ছাত্র/ছাত্রীরা ক্ষোভে ফুসে উঠে। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আজিজুল করিম জানান, দুই ছাত্রীকে উদ্ধারের বিষয়ে গতকাল ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করে। এ ব্যাপারে তিনি থানা কর্তৃপক্ষের সহায়তা চাইলে মহেশখালী থানা অপহরণকারী শিমুলের বিরুদ্ধে মামলা গ্রহণ করেন। এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান অপহরণকারী শিমুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে। উদ্ধার ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পাঠকের মতামত