আবদুর রাজ্জাক,কক্সবাজার ::
মহেশখালীতে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতারকৃত আসামী জামায়াত নেতা মৌলভী এনামুল হককে মঙ্গলবার দুপুরে মহেশখালী উপজেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিজ্ঞ বিচারক মো: নেজাম উদ্দিন তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরন করেন। গত সোমবার দুপুরে উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাটমারা শাপলাপুরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বনিক জানান, গ্রফতারকৃত আসামী জামায়াত নেতা মৌলভী এনামুল হকের বিরুদ্ধে মহেশখালী থানায় দুটি রাষ্ট্রদ্রোহী মামলার করা হয়। যাহার নং-জি,আর-৩১৪/১৫ ইং ও জি,আর-৭১/১৩ ইংরেজী।
উল্লেখ্য, গত ২৮/০২/২০১৩ ইংরেজী তারিখ জামায়াত নেতা মৌলভী এনামুল হকের বিরুদ্ধে হরতালের সময় উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছরা বাজারে ব্যাপক ভাংচুরের অভিযোগে প্রথম মামলাটি দায়ের করেন আওয়ামীলীগ নেতা মোস্তাক আহমদ তালুকদার বাদি হয়ে। যাহার নং-জি,আর-৭১/১৩ইংরেজী। অপরদিকে গত ১১/১০/২০১৫ ইংরেজী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সালাহউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদীর ফাঁসির রায় হলে গ্রেফতারকৃত জামায়াত নেতা এনামুল হকের নেতৃত্বে শাপলাপুর এলাকায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে এবং পুলিশের উপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে ৬/৭ পুলিশ আহত হয়। এই ঘটনায় পুলিশের এস,আই গোদুলি চাকমা বাদি হয়ে ১১/১০/২০১৫ ইংরেজী মহেশখালী থানায় একটি রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করেন। যাহার নং-জি,আর-৩১৪/১৫ ইং ।