প্রকাশিত: ০২/০৯/২০১৮ ৩:৫৪ পিএম

মহেশখালী প্রতিনিধি – কক্সবাজারের মহেশখালীতে পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে খুন হয়েছেন বাবা।

উপজেলার শাপলাপুরে জেমঘাট হিমছড়ি এলাকায় রোববার ভোরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম কালা মিয়া (৬৫)। তিনি ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী জানান, কিছু দিন আগে কালা মিয়ার স্ত্রী মারা যায়। এর পর তিনি আবার বিয়ে করেন।

দ্বিতীয় বিয়ের পর থেকেই ছেলে নেজাম উদ্দীনের (২৫) সঙ্গে নানা বিষয় নিয়ে তার বিরোধ সৃষ্টি হয়। প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো।

গত ৩১ আগস্ট ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন কালা মিয়া।

দুপক্ষকে ডেকে ওসি প্রদীপ কুমার দাশ তাদের মধ্যে মীমাংস দিয়েছিলেন। কিন্তু তাতেও বিবাদ মিটেনি।

রোববার ভোরে ঘুমন্ত বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন নেজাম উদ্দীন।

পাঠকের মতামত