প্রকাশিত: ২৯/০৮/২০১৬ ৬:২০ পিএম

আবদুর রাজ্জাক,কক্সবাজার::

কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে রাষ্ট্রদ্রোহী মামলার পলাতক আসামী জামায়াত নেতা মৌলভী এনামুল হক(৫০) কে গ্রেফতার করেছে। ২৯ আগষ্ট সোমবার দুপুরে উপজেলার শাপলাপুরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। আটক মৌলভী এনামুল হক শাপলাপুর ইউনিয়নের ষাটমারা গ্রামের মৃত আলী মিয়ার পুত্র বলে জানা গেছে।
থানা সূত্রে জানা যায়, ২৯ আগষ্ট সোমবার দুপুরে মহেশখালী থানার এস,আই বোরহানের নেতৃর্ত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাটমারা বাজারে অভিযান চালিয়ে রাষ্ট্রদ্রোহী মামলার পলাতক আসামী ও সাবেক শাপলাপুর ইউনিয়নের আমীর জামায়াত নেতা মৌলভী এনামুল হককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জামায়াত নেতা মৌলভী এনামুল হক জামায়াতের সূরা সদস্য ও ভয়ংকর অস্ত্র পারদর্শি বলে জানান অভিযানের নেতৃর্ত্বদানকারী এস,আই বোরহান। তার বিরুদ্ধে মহেশখালী থানায় রাষ্ট্রদ্রোহী মামলাসহ(যাহার নং-৮ তাং-১২/১০/১৫ ইং) একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে প্রকাশ। তার গ্রেফতারে এলাকায় স্বস্থি ফিরে এসেছে।

পাঠকের মতামত

উখিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর আনোয়ারী সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই

গত ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের মানুষ নতুন ...

পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি স্থায়ী হবে না

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়া মিয়ানমারে স্থায়ী শান্তি ও ...

পারকি সৈকতে ধরা ২৫ ভাসানচর থেকে পালাচ্ছেন রোহিঙ্গারা!

নোয়াখালীর ভাসানচরের আশ্রয়শিবির থেকে কৌশলে রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছেন! প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব, আত্মীয়-স্বজনের কাছে যাওয়ার বাহানা, ...