প্রকাশিত: ২০/০৮/২০১৬ ৯:৩৯ পিএম , আপডেট: ২০/০৮/২০১৬ ৯:৪৪ পিএম

moheskhil-pic-20.08.16এ.এম হোবাইব সজীব::
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মনহাজী পাড়ার প্রবাসী মোস্তাক আহমদের স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তার স্ত্রী উম্মে হাবিবা পিতা জালাল আহমদ প্রকাশ জলু মাঝি তার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে বলে দাবি করলেও শ্বাশুড় বাড়ীর লোকজন বিষ পানে আত্মহত্যা করছে বলে বলিয়ে বেড়াচ্ছে।
ঘটনাটি গত ১৮ আগস্ট ভোর রাতে ঘটলেও দামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে লোকমূখে জানাজানি হয়েছে ২০ আগষ্ট শনিবার। মাতারবাড়ী ইউনিয়নের ওয়াপদাপাড়ার বাসিন্দা জালাল আহমদ প্রকাশ জলু মাঝি জানান, তার কন্যা উম্মে হাবিবার সাথে একই ইউনিয়নের মনহাজ্বি পাড়া হাজ্বী শাহ্ আলমের পুত্র মোস্তাকের সাথে সাড়ে তিন বছর পূর্বে বিয়ে হয়। মাঝ পথে উম্মে হাবিবার স্বামী মোস্তাক আহমদ মধ্যপ্রাচ্যে চলে যায়। এরই ফাঁকে মাঝে মধ্যে তার কন্যাকে শ্বাশুড় বাড়ীর লোকজন অমানবিক নির্যাতন চালাত। তা সহ্য করতে না পেরে কয়েকবার মেয়ে পিতার বাড়ীতে চলে আসে।
সর্বশেষ গত ১৫ দিন পূর্বেও তার মেয়ে বাড়ীতে চলে আসলে শ্বাশুড় হাজ্বী শাহ্ আলমের অনুরোধে তার কন্যাকে শ্বাশুড়ের বাড়ীতে ফেরত পাঠায়। প্রতিবারের মত তার মেয়েকে শ্বাশুড়বাড়ীর লোকজন গত ১৬ ই আগস্ট রাতে মারধর করলে অজ্ঞান হয়ে পড়ায় মুখে বিষ ঢেলে দিয়ে চিকিৎসার জন্য চকরিয়া জমজম হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভর্তি না করার কারণে চট্টগ্রাম একটি হাসপাতালে ভর্তি করে। ঐ হাসপাতালে দু’দিন চিকিৎসাধীন থাকার পর ১৮ই আগস্ট ভোর রাতে তার কন্যার মৃত্যু ঘটে। তার কন্যার মৃত্যু হবার সাথে সাথে শ্বাশুড়বাড়ীর লোকজন লাশ ফেলে পালিয়ে যায়। পরে আমি ও আমার আত্মীয় স্বজন চট্টগ্রামের পাঁচলাইশ থানার পুলিশকে সংবাদ দিলে পুলিশ সুরোহতল রিপোর্ট তৈরি এবং ময়না তদন্ত সম্পূর্ণ করে। ময়না তদন্ত শেষে ঐ দিন রাতে নিজ এলাকায় মাতারবাড়ীর উত্তর রাজঘাট জামে মসজিদে জানাজা পড়ে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
এ দিকে মাতার বাড়ীর বাসিন্দা নবীর হোছাইন ভুট্টু জানান, নিশ্চয় শ্বাশুড়বাড়ীর লোকজন উম্মে হাবিবাকে হত্যা করেছে। অপরদিকে উম্মে হাবিবার দেবর হাজ্বী শাহ্ আলমের পুত্র কুদ্দুসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার ভাবী উম্মে হাবিবাসহ অন্যান্য ভাবীরা প্রায় সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আজান দিলেও মোবাইলে গান শুনতে থাকে আমার পিতা হাজ্বী শাহ্ আলম আমার সকল ভাবীদের মোবাইল বন্ধ করে আলমিরাতে সংরক্ষিত রেখে নামাজ কালাম পড়ার জন্য তাগাদা দিতে থাকে। এতে আমার ভাবী উম্মে হাবিবা রাগে ক্ষোভে বিষ পান করে আবোল-তাবোল করতে থাকে। সাথে সাথে আমিও আমার আত্মীয় স্বজনরা ভাবী উম্মে হাবিবার জীবন রক্ষা করতে ঐ দিন রাতে চকরিয়ার বিভিন্ন বেসরকারী হাসপাতালে ভর্তি করার চেষ্টা করি। বিষ পান করা রোগী হিসেবে কোন হাসপাতালই দায়িত্ব না নেওয়ায় চট্টগ্রামের পাঁচলাইশ থানার আওতাধীন একটি হাসপাতালে ভর্তি করি। সেখানে দু’দিন চিকিৎসায় থাকার পর মৃত্যু কোলে ঢলে পড়ে। যেহেতু আমার ভাবীকে মারধর করার মত অতীতে কোন ঘটনা ঘটেনি ঐ দিনই হয়নি।

মহেশখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল চন্দ্র বণিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে তিনি বিষ পানে এক মহিলার মৃত্যুর বিষয়টি অবহিত হয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

পাঠকের মতামত

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকার কক্সবাজারে সম্মেলন পরিকল্পনা নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

টিবিএস:: চরম তারল্য সংকট সত্ত্বেও প্রায় দেড় কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অ্যানুয়াল ...

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের তিন দিনব্যাপী কর্মশালা শুরু

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে শুরু হয়েছে ’আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ সাংবাদিকতা’ শীর্ষক তিনদিনব্যাপী ...