প্রকাশিত: ১৫/০৯/২০১৬ ৮:৫১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

কক্সবাজারের মহেশখালী দ্বীপে কোরবানির গরু ও মহিষের আক্রমণে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। গতকাল বুধবার ঈদুল আজহার দিনে দ্বীপের কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আর মহিষের আক্রমণে আহতের ঘটনা ঈদের আগের দিনের।

স্থানীয় এলাকাবাসী জানায়, কোরবানির জন্য বাজার থেকে কিনে আনা গরুটিকে জবাই করতে নিয়ে যাওয়ার সময় আকস্মিক পালাতে গিয়ে প্রতিবেশী জাফর আলম (৪৩) নামে এক ব্যক্তিকে শিংয়ের গুতোয় বাঁশঝাড়ে ফেলে দেয়। গুরুতর আহত জাফরকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় মারা যান তিনি।

অপরদিকে, দ্বীপের ধলঘাটা ইউনিয়নের এক ব্যক্তি বাজার থেকে একটি মহিষ কিনে ঘরে নিয়ে যাবার সময় আকস্মিক মহিষটি এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকে। একপর্যায়ে দ্বীপের কালারমারছড়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ এগিয়ে গিয়েও মহিষটিকে ধরে রাখতে পারেনি। হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, দুই শতাধিক গ্রামের দুই শতাধিক বাসিন্দা একত্রিত হয়ে মহিষটিকে ঘিরে রাখতে সমর্থ্য হয়। তবে শেষ পর্যন্ত মহিষটিকে ক্রেতার ঘরে নেওয়া সম্ভব হয়নি। কয়েক মাইল দূরের গ্রামটিতে মহিষটি জবাই করা হয়।

পাঠকের মতামত

প্রবারণা পূর্ণিমা উদযাপনকালীন নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী

ঢাকা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, রামুসহ সারা দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য ...

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, বাংলাদেশিসহ গুলিবিদ্ধ ৫

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে এক বাংলাদেশিসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।ক্যাম্প অভ্যন্তরের থাকা ...

রামু সরকারি কলেজে প্রতিবেদন দেওয়ার কথা ৩ দিনে, ২ সপ্তাহেও চিঠি পাননি তদন্ত কর্মকর্তা

কক্সবাজারের রামু সরকারি কলেজের অচলাবস্থা নিরসনে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে আর্থিক ক্ষমতা দেওয়ার জন্য গত ১ অক্টোবর ...

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিয়ে করতে মালয়েশিয়া যাচ্ছিল দুই তরুণী

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ উপকূলে অভিযান চালিয়ে পুলিশ ১২ রোহিঙ্গা নারী-পুরুষসহ ২০ জনকে ...

উখিয়ায় উন্মুক্ত কারাগারের জায়গা পরিদর্শনে নবনিযুক্ত ‘আইজি প্রিজন্স’

কক্সবাজারের উখিয়ায় দেশের প্রথম উন্মুক্ত কারাগারের জায়গা ও জেলা কারাগার পরিদর্শন করেন নবনিযুক্ত আইজি প্রিজন্স ...