কক্সবাজার ভ্রমনে কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন
ভ্রমণ পিপাসুদের জন্য একটি অন্যতম আকর্ষণীয় জায়গা হচ্ছে কক্সবাজার। যারা প্রথমবারের মতো কক্সবাজার যাচ্ছেন বা ...
ফারজানা সিকদার ::
পবিত্রতার মূর্ত প্রতীক
বিশুদ্ধতার শীর্ষে
পরিপূর্ণতায় উর্ধে তুমি মা
দিবসশর্বরী তোমার সর্বাঙ্গে
নূরময় প্রদীপ জ্বলে মা।
বক্ষ ভরিয়া এনেছো মায়ার খনি
মমতার চাঁদরে আদরে জড়িয়ে
জন্মজন্মান্তরে করেছো যে ঋণী
লক্ষ জনম তোমার চরণ চুমিয়া
এই ঋণ সুধ হবেনা জানি
তোমার নিষ্পাপ হাতের পরশে
স্বর্গ নামে ভুবন তলে মা।
সমুদ্র বিশালতায় মানুষ নির্বাক স্তব্ধ
মাগো তোমার বিশালতায় স্বয়ং বিধাতা মুগ্ধ
প্রকৃতি আর কত উদার!
তোমার উদারতার কাছে তুচ্ছ নগন্য।
মাগো জানতে চাও ভালবাসি কত?
তবে জেনো বিধাতার অন্তরে আছে প্রেম যত।
পাঠকের মতামত