উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০১/০৯/২০২৪ ৬:৩২ এএম , আপডেট: ০১/০৯/২০২৪ ৬:৪৫ এএম

মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মির (এআরএ) প্রধান নবী হোসেন ও তার ভাইকে অস্ত্র-গুলিসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। শনিবার (৩১ আগস্ট) ভোর রাতে পালংখালী ইউনিয়নের ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ৮ নম্বর শিবিরের বি-ব্লক থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- নবী হোসেন (৪৭) ও তার ছোট ভাই সৈয়দ হোসেন ওরফে বুলু (৪৫)। তারা উভয়েই মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা এবং উখিয়ার পালংখালী ইউনিয়নের ক্যাম্প-৮/ওয়েস্ট এর বি/ব্লকের বাসিন্দা।

নবী হোসেনের বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালান ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের উপঅধিনায়ক এসপি আরেফিন জুয়েল জানান, নবী হোসেন ও তার ভাইকে আটকের সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে দুদকের অভিযান

সেবার বিপরীতে গ্রাহকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অভিযান চালিয়েছে ...

সৈকতে থেকে ২০ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের আনোয়ারায় ২০ রোহিঙ্গাকে আটক করেছেন স্থানীয়রা। বুধবার (১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পারকি ...