নিউজ ডেস্ক::
টেকনাফের হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিলে উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী বলেছেন,আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যত। মাদকাসক্ত টেকনাফের ছাত্র ও যুব সমাজের একটি অংশ নানা অপরাধে জড়িয়ে বিপদগামী হচ্ছে। এইভাবে চলতে থাকলে দেশ নেতৃত্ব শূন্য হওয়ার আশংকা রয়েছে। তাই ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে মরননেশা মাদকের বিরুদ্ধে ঐক্যবন্ধ হতে আহবান জানান তিনি। ১০নভেম্বর বিকাল ৩টায় উপজেলার হ্নীলা বাসষ্টেশনের ছৈয়দ উল্লাহ মার্কেট চত্বরে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিল উপলক্ষ্যে একসভা ইউনিয়ন সভাপতি মাহমুদ হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সাবের খানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর,পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক সেলিম সিকদার,মাহবুব মোরশেদ। উদ্বোধক ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না। বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।সন্মেলন সম্পন্ন হলেও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হবে আজ শুত্রুবার। এ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিত্রিুয়া লক্ষ্য করা গেছে। বিশেষ করে ইউনিয়ন ছাত্রলীগ কমিটিতে র্যাবের ত্রুসফায়ারে নিহত স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভুক্ত ইয়াবা গডফাদার নুর মোহাম্মদের ছেলে নুরুল আমিন ফাহিম পারিবারিক ইয়াবা ব্যবসা আড়াল করতে লাখ টাকার মিশন নিয়ে ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে আসার চেষ্টায় ত্যাগী ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।ক্ষোভও বিরাজ করলে ছাত্রলীগের দীর্ঘদিনের পরীক্ষীত নেতাকর্মীদের মধ্যে। এ ব্যাপারে টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,গনতান্ত্রিক প্রত্রিুয়ায় সন্মেলন সম্পন্ন করা হবে।ভোটের মাধ্যমে যোগ্যতা সম্পন্ন ছাত্রলীগ নেতা নেতৃত্বে আসবে। এ ব্যাপারে ছাত্রলীগের সন্মেলনের দ্বায়িত্বপ্রাপ্ত উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,মাদকের সাথে কোন আপোস করবেনা আওয়ামীলীগ যুবলীগ। তাই কোন মাদক ব্যবসায়ী ছাত্রলীগের নেতৃত্বে আসার প্রশ্নই উঠেনা।
পাঠকের মতামত