প্রকাশিত: ০১/০৮/২০১৬ ৯:৫৪ এএম , আপডেট: ০১/০৮/২০১৬ ৬:৪৬ পিএম

hanif-azad_1সাংবাদিক হানিফ আজাদ সেই অধুনালুপ্ত আজকের কাগজ থেকে সমকালের উখিয়া প্রতিনিধি। ছিল উখিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক। সাহসী কলম সৈনিক, বয়সে আমার ছোট।

জানতে পারলাম, হানিফ আজাদ এখন দুরারোগ্যে শয্যাশায়ী। কঠিন রোগে আক্রান্ত।

তার হার্টে নাকি ৩ টি ব্লক ধরা পড়েছে।

তাছাড়া শরীরে আরো কিছু অজানা রোগ দেখা দিয়েছে। ডাক্তারী চিকিৎসার পাশাপাশি চলছে কবিরাজি চিকিৎসা।

সাংবাদিক হানিফ আজাদ স্বাধীনতার পক্ষের একজন নিষ্ঠাবান সাংবাদিক- তাতে কোন সন্দেহ নেই। যা বিশ্বাস তার উপর অটল থাকাই নিষ্ঠার পরিচয়। হানিফ আযাদ ও এরকমই ছিলেন। যা তিনি বিশ্বাস করতেন তার উপরই আজীবন ছিলেন অনড়। আমাকে খুব আপনজন মনে করতেন এবং শ্রদ্ধা করতেন। আমি তার জন্য দোয়া করছি।

পাশাপাশি বলব তাঁর লেখনীতে যাদের স্বার্থ রক্ষা হয়েছে আজ হানিফ আযাদের দূর্দিনে তারা যেন দুরে সরে না যান।

উখিয়ার সংবাদকর্মীদের অনুরুধ করব হানিফ আজাদের পাশে এসে দাঁড়াতে। মহান আল্লাহ তাঁকে সুস্থ করুন।

অমি জানিনা, সরকারের যথাস্থানে সাংবাদিক হানিফ আজাদের অসুস্থতার খবর ও চিকিৎসা সংকটের খবর পৌঁছানো হয়েছে কিনা।

সরকারে কাছে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আনুরোধ করব, সাংবাদিক হানিফ অজাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে।

পাঠকের মতামত

উখিয়ায় রেস্টুরেন্টের স্ক্রিনে নি’ষি’দ্ধ ‘ছা’ত্রলী’গের ফেরার বার্তা!

কক্সবাজারের উখিয়ার থাইংখালী এলাকার একটি রেস্টুরেন্টের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠেছে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’। মঙ্গলবার ...

কক্সবাজারে নিহত লে. তানজিমের বাবা-মায়ের হাতে ফ্ল্যাটের চাবি হস্তান্তর

নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাবা-মায়ের কাছে পূর্বাচলে অবস্থিত জলসিড়ি আবাসনের একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর ...