উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/১১/২০২২ ৭:০৩ এএম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মির্জা ফখরুলরা বলেন গণতন্ত্রের মা। অথচ খালেদার নেতৃত্বে পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে।

তাহলে বিএনপি নেত্রী গণতন্ত্রের মা হন কীভাবে? এটি বোঝা মুশকিল।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার মতো মানবতাবাদী নেত্রী বিশ্বে বিরল উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, ২০১৫ সালের ৯৩ দিনের কথিত হরতাল মানুষ না মেনে বয়কট করেছিল। এতে ক্ষিপ্ত হয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করে ছিল বিএনপি।

এরূপ ডাইনী খালেদাদের এদেশের জনগণ কখনও গ্রহণ করবে না।
সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। এজন্য কক্সবাজারের প্রতিটি পরিবারে আওয়ামী লীগের আমন্ত্রণপত্র পৌঁছাতে হবে। যার দায়িত্ব পালন করবেন ওয়ার্ডে পর্যায়ের নেতাকর্মীরা।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সংসদ সদস্য (এমপি) আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল, জাফর আলম, কানিজ ফাতেমা আহমেদ ও ছাত্রলীগের সাবেক নেতা ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া প্রমুখ।

সভায় আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার সফর উপলক্ষে নানা নির্দেশনা দেওয়া হয়।

পাঠকের মতামত

কক্সবাজার পাসপোর্ট অফিস থেকে দুই রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

পাসপোর্ট তৈরি করতে আসা কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে মায়ানমারের নাগরিক দুই রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা ...

উখিয়ায় হুমকির মুখে বনভূমি

কক্সবাজারের উখিয়ায় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন বাস্তবায়নে সংশ্লিষ্ট বনের কর্তা ব্যক্তিরা গড়িমসি করার কারণে এ ...

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত ...

ইসলামী চেতনা নিয়েই এই বাংলাদেশে আমাদের বাঁচতে হবে : সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইফ ও সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আল্লাহর অস্ত্বিত্বকে ...

রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্তদের জীবিকায় নতুন মার্কিন উদ্যোগ

কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গা শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জীবিকা ও জীবনমান উন্নত করার লক্ষ্যে ...

উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারিসহ ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৩ প্রতিষ্ঠানকে মোট ...