প্রকাশিত: ৩০/১২/২০১৬ ৭:৫৬ এএম

আতিকুর রহমান মানিক, কক্সবাজার::

হানিফ সংকেতের উপস্হাপনায় দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি প্রচারিত হবে আজ শুক্রবার। বছরের শেষ এ ইত্যাদিতে থাকছে কক্সবাজারের স্কুলছাত্রী জান্নাতুল বকেয়া মামুনি’র মানবিক ও সেবামূলক অনুকরনীয় কিছু কর্মকান্ড নিয়ে বিশেষ এক প্রতিবেদন।  সদর উপজেলার পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালের এসএসসি পরিক্ষার্থী জান্নাতুল বকেয়া মামুনি। স্কুলের প্রধান শিক্ষক জানান, এ  উদ্ধুদ্ধকরন প্রতিবেদনের প্রয়োজনীয় চিত্রগ্রহন ইতিমধ্যেই সম্পন্ন করেছেন হানিফ সংকেতের নেতৃত্বাধীন ইত্যাদির নিজস্ব টীম। নিয়মানুবর্তিতা, দরিদ্রবান্ধব কর্মসূচীতে নেতৃত্বদান, সম্মিলিত উদ্যোগ গ্রহন করে অসুস্হ সহপাঠীদের চিকিৎসা ও অর্থসহায়তা প্রদানসহ বিভিন্ন কল্যানকর কাজে আদর্শস্হানীয়া হয়ে উঠা মেয়েটির ব্যাপারে তথ্যবহুল এ প্রতিবেদন থাকছে এতে। বিটিভি ও বিটিভি  ওয়ার্ল্ডে রাত ৮ টার বাংলা সংবাদের পর  কেয়া কসমেটিকস এর সৌজন্যে  প্রচারিতব্য ইত্যাদি নির্মান করেছে ফাগুন অডিও ভিশন। স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর জন্য গৌরব বয়ে আনা জান্নাতুল বকেয়া মামুনি পোকখালী ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার ব্যবসায়ী ও সমাজসেবক আমান উল্লাহ আমানের মেয়ে। বিশিষ্ট জমিদার সামশুল আলম সিকদার ও পোকখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির আহমদ তার দাদা। সাংস্কৃতিক ও রক্ষনশীল পারিবারিক পরিবেশে বেড়ে উঠা মামুনি’র জন্য গর্বিত এলাকাবাসী।  শিক্ষাবিদ মাওলানা সিরাজুল ইসলাম, ঈদগাঁহ সাংগঠনিক উপজেলা প্রেসক্লাব’র সহ-সভাপতি সাংবাদিক নূরুল ইসলাম লেদু, সৌদী প্রবাসী ব্যবসায়ী বশির আহমদ ও বগুড়া সেনানিবাসে কর্মরত সেনা কর্মকর্তা সার্জেন্ট বদিউল আলম মামুনির আপন চাচা। আজ ইত্যাদি সম্প্রচারের সময় বৃহত্তর ঈদগাঁওতে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার দাবী জানিয়েছেন দর্শকরা।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...