বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। এই হিরোইন দুবাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৬৭ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় শ্রীদেবীর। তিনি বিয়ে করেছিলেন চিত্র প্রযোজক বনি কাপুরকে।
তার এই অকাল মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে আসে।
১৯৭৫ সালে ১৩ বছর বয়সে ‘জুলি’ সিনেমার মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ। এরপর একে একে চান্দনী, নাগিনা, সাদমা, জানবাজ, কারমা, মিস্টার ইন্ডিয়াসহ অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেছেন।