বাংলাদেশ হয়ে রাখাইন রাজ্যে সহায়তা পাঠাতে চায় জাতিসংঘ
মিয়ানমারের রাখাইন রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটি বাংলাদেশকে ...
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক দেখভাল করা প্রবীণতম অভিভাবক আগা হাবীব মোহাম্মদ আল আফারি ইন্তেকাল করেছেন। গাল্ফ টুডে’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৩ জুলাই) বিকেলে তিনি মারা যান।
সৌদি কর্তৃপক্ষ জানায়, আগা হাবীব বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি গত ৪০ বছরের বেশি সময় ধরে রওজা মোবারকের দেখভালকারী অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
টুইটার পোস্টে পবিত্র মসজিদে নববীর পক্ষ থেকে বলা হয়েছে, মদিনাস্থ মসজিদে নববীর দেখভালকারী প্রবীণতম অভিভাবকদের একজন আগা হাবীব। যিনি আল্লাহর নির্দেশে মহানবী (সা.) এর রওজা মোবারকের দায়িপ্রাপ্ত ছিলেন তিনি আজকে মারা গেছেন।
পাঠকের মতামত