টানা ১০ বছর প্রেমের পর চলতি বছরের ১২ মে আনুষ্ঠানিকভাবেই বিয়ে হয় জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ও বৈমানিক পারভেজ সানজারির।
সম্প্রতি মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে মিলার বিয়ে ভাঙার খবর। বিয়ের মাত্র চার মাসের মাথায়ই সংসার ভাঙার খবরে সত্যিই চটেছেন এই সংগীতশিল্পী এবং জানান এটি সম্পূর্ণ মিথ্যা খবর।
এগুলো সব পুরতন খবর। নতুন খবর হচ্ছে মিলাকে মারধর ও যৌতুকের অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামী পারভেজ সানজারিকে গ্রেফতার করেছে উত্তরার পশ্চিম থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) মিলা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ৪(১০)২০১৭। বৃহস্পতিবার রাতেই তার স্বামীকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার রাতেই পারভেজ সানজিরকে গ্রেপ্তারের পর আদালতে চালান করে দেয়া হয়। বিষয়টি জানিয়েছেন উত্তরার পশ্চিম থানার এসআই(তদন্ত) আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, মিলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে পারভেজ সানজিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। শুক্রবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, কণ্ঠশিল্পী মিলা বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি ছিলেন।
উল্লেখ্য, একটি বেসরকারি এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজারির সঙ্গে দীর্ঘদিন ধরে মিলার প্রেমের সম্পর্ক ছিল। এ বছরের ১২ই মে রাতে মিলার বাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
পাঠকের মতামত