প্রকাশিত: ২২/০৫/২০১৬ ৪:৪০ পিএম

ডেস্ক রিপোর্ট ::

মালয়েশিয়ায় ভুয়া কাগজপত্র ও জালনোট তৈরির অভিযোগে বাংলাদেশিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ভুয়া কাগজপত্র এবং জাল টাকার ব্যবসার অপরাধে মালয়েশিয়ার পেতালিং জায়ার সেশন কোর্ট গত শুক্রবার একজন ব্যবসায়ী এবং তার দুজন বিদেশি কর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছে।

মুহাম্মাদ ফৌজি নামের জাল্লেহ রামের ঐ ব্যবসায়ী একটি গ্রাফিক স্টুডিওর ব্যবসা করতেন। তার সঙ্গে অভিযুক্ত দুজন বিদেশি কর্মীর একজন পাকিস্তানের নাগরিক, অন্যজন বাংলাদেশের নাগরিক। পাকিস্তানের নাগরিকের নাম রুকনুদ্দিন এবং বাংলাদেশের নাগরিকের নাম মো. সিরাজ উদ্দীন। যদিও তারা বিচারক আজহানিজ তেহ আজমান তেহর কাছে নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন।

তাদের বিরুদ্ধে মূল অভিযোগ হচ্ছে, তারা সুভাং জায়ার সামিট শপিং কমপ্লেক্সে এডলিংক কমিউনিকেশনস নামে একটি গ্রাফিক স্টুডিওর ব্যবসা খুলে বিভিন্ন রকমের ভুয়া কাগজপত্র তৈরির ব্যবসা করছিল। এসব ভুয়া কাগজপত্রের মধ্যে ছিল পরিচয়পত্র, স্থায়ী বসবাসের কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং ইমিগ্রেশন কার্ড। তাদের বিরুদ্ধে পেনাল কোডের ৪৭৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের ২০ বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে।

মুহাম্মাদ ফৌজি জাল্লেহ, রুকনুদ্দিন এবং মো. সিরাজউদ্দীনের বিরুদ্ধে জাল নোট তৈরিরও অভিযোগ আনা হয়েছে। তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১০ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ১০০ মালয়েশিয়ান রিঙ্গিতের জাল নোট পাওয়া গেছে। এটাতেও দোষ প্রমাণিত হলে, ২০ বছর পর্যন্ত জেল হতে পারে। ফ্রি মালয়েশিয়া টুডে নামের একটি অনলাইন পত্রিকা এই প্রতিবেদন প্রকাশ করেছে।

মুহাম্মাদ ফৌজি জাল্লেহকে ৩২ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত মুচলেকায় জামিন দিয়েছেন আদালত। তবে তার পাসপোর্ট আদালতের কাছে সমর্পণ করতে হবে এবং প্রতি মাসে থানায় হাজিরা দিতে হবে। কিন্তু পাকিস্তানি রুকনুদ্দিন এবং বাংলাদেশি মো. সিরাজের জামিন হয়নি। ২১ জুন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

বাংলাদেশেও সব মার্কিন সহায়তা বন্ধ, জানিয়ে দিল ইউএসএআইডি

মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধের নির্দেশনা ...

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সাথে কাজ করবে ইউএনএইচসিআর

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন যে তার সংস্থা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে ...

যুক্তরাষ্ট্রের সব বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সব ধরনের বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছেন সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ...

নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বিষয়ে তদন্ত করবে জাতিসংঘ

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের বিষয়ে তদন্ত কর‌বে জাতিসংঘ। মিয়ানমারে ...