প্রকাশিত: ২২/০৫/২০১৬ ৪:৪০ পিএম

ডেস্ক রিপোর্ট ::

মালয়েশিয়ায় ভুয়া কাগজপত্র ও জালনোট তৈরির অভিযোগে বাংলাদেশিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ভুয়া কাগজপত্র এবং জাল টাকার ব্যবসার অপরাধে মালয়েশিয়ার পেতালিং জায়ার সেশন কোর্ট গত শুক্রবার একজন ব্যবসায়ী এবং তার দুজন বিদেশি কর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছে।

মুহাম্মাদ ফৌজি নামের জাল্লেহ রামের ঐ ব্যবসায়ী একটি গ্রাফিক স্টুডিওর ব্যবসা করতেন। তার সঙ্গে অভিযুক্ত দুজন বিদেশি কর্মীর একজন পাকিস্তানের নাগরিক, অন্যজন বাংলাদেশের নাগরিক। পাকিস্তানের নাগরিকের নাম রুকনুদ্দিন এবং বাংলাদেশের নাগরিকের নাম মো. সিরাজ উদ্দীন। যদিও তারা বিচারক আজহানিজ তেহ আজমান তেহর কাছে নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন।

তাদের বিরুদ্ধে মূল অভিযোগ হচ্ছে, তারা সুভাং জায়ার সামিট শপিং কমপ্লেক্সে এডলিংক কমিউনিকেশনস নামে একটি গ্রাফিক স্টুডিওর ব্যবসা খুলে বিভিন্ন রকমের ভুয়া কাগজপত্র তৈরির ব্যবসা করছিল। এসব ভুয়া কাগজপত্রের মধ্যে ছিল পরিচয়পত্র, স্থায়ী বসবাসের কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং ইমিগ্রেশন কার্ড। তাদের বিরুদ্ধে পেনাল কোডের ৪৭৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের ২০ বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে।

মুহাম্মাদ ফৌজি জাল্লেহ, রুকনুদ্দিন এবং মো. সিরাজউদ্দীনের বিরুদ্ধে জাল নোট তৈরিরও অভিযোগ আনা হয়েছে। তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১০ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ১০০ মালয়েশিয়ান রিঙ্গিতের জাল নোট পাওয়া গেছে। এটাতেও দোষ প্রমাণিত হলে, ২০ বছর পর্যন্ত জেল হতে পারে। ফ্রি মালয়েশিয়া টুডে নামের একটি অনলাইন পত্রিকা এই প্রতিবেদন প্রকাশ করেছে।

মুহাম্মাদ ফৌজি জাল্লেহকে ৩২ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত মুচলেকায় জামিন দিয়েছেন আদালত। তবে তার পাসপোর্ট আদালতের কাছে সমর্পণ করতে হবে এবং প্রতি মাসে থানায় হাজিরা দিতে হবে। কিন্তু পাকিস্তানি রুকনুদ্দিন এবং বাংলাদেশি মো. সিরাজের জামিন হয়নি। ২১ জুন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

কক্সবাজার সীমান্তের পাশে যেকোনো মুহুর্তে আসতে পারে নতুন স্বাধীন রাষ্ট্রের ঘোষণা

কক্সবাজার সীমান্তের ওপাড়ে যেকোনো মুহুর্তে হতে পারে নতুন একটি রাষ্টের ঘোষণা।চলতি মাসেই সরকারি বাহিনীকে পরাজিত ...

বিদ্রোহীদের কাছে কৌশলগত তথ্য ফাঁস করছে মিয়ানমার সেনারা

মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের জেরে দেশটির ক্ষমতাসীন কর্তৃত্ববাদী সেনাবাহিনীর মধ্যে ফাটল ধরেছে। সেনাবাহিনীর অভ্যন্তরে অনেকে বিদ্রোহীদের ...

রোহিঙ্গা ইস্যুতে সবসময় উদারতা দেখিয়েছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেছেন মুখপাত্র ...

মিয়ানমারের অর্থনৈতিক সংকট: চিকিৎসক ও নার্সরা বাধ্য হচ্ছেন যৌনকর্মে

মিয়ানমারের সাম্প্রতিক অর্থনৈতিক সংকট এবং সেনা অভ্যুত্থানের ফলে দেশটির শিক্ষিত পেশাজীবী নারীরা চরম আর্থিক সংকটে ...