হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে হামলা-ভাঙচুর
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনুষ্ঠান ...
বিনোদন ডেস্ক: তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহির কথিত স্বামী শাহরিয়ার ইসলাম শাওনের জামিন আবেদন মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম।
জামিন আবেদনে বলা হয়, মাহির সঙ্গে শাওনের এক বছর আগে বিয়ে হয়। একজন স্বামী বর্তমান থাকতে তাকে ডিভোর্স না দিয়ে আরেকটি বিয়ে করে অন্যায় করেছেন মাহি। সেই সঙ্গে শাওনের বিরুদ্ধে মাহির মামলা করাও ঠিক হয়নি বলে মনে করেন তিনি।
এ সময় এই আইনজীবী শাওনের জামিন চান। পরে বিচারক ১ লাখ টাকার মুছলেখায় শাওনের জামিন আবেদন মঞ্জুর করেন।
গত ২৭ মে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তথ্যপ্রযুক্তি আইনে শারমিন আক্তার নীপা ওরফে মাহিয়া মাহি মামলাটি করেন। এরপর শাওনকে গ্রেফতার করা হয়।
পাঠকের মতামত