পবিত্র মাহে রামাদান কে স্বাগত জানিয়ে ২৮ ফেব্রুয়ারি জেলাব্যাপী জামায়াতে ইসলামীর বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন শাখার উদ্যোগে স্বাগত মিছিলের আয়োজন করা হয়। মিছিলোত্তর সমাবেশে বক্তারা বলেছেন, প্রতিবছরের মতো আবারো পবিত্র মাহে রামাদান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। কুরআন নাজিলের মাস হিসেবে মাহে রামাদান কে কুরআনের সমাজ প্রতিষ্ঠার কাজে লাগাতে হবে। কুর'আনিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্য দূর করতে হলে ইসলামী আদর্শের ভিত্তিতে সমাজকে সাজাতে হবে। মাহে রামাদান আমাদের কে প্রতি বছর সেই ডাক দিয়ে যাচ্ছে। বক্তারা আরো বলেন, রামাদান কে সামনে রেখে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য মজুদ গড়ে তুলেছে। আমরা অবিলম্বে এ সকল অসাধু ব্যবসায়ী কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং জোরদার করার দাবি জানাচ্ছি। আমরা বাজার এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা দেখতে চাই না। বক্তারা আরো বলেন, রামাদানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল - রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। অনলাইনসহ দোকান-পাট ও সিনেমা হলে অশ্লীলতা ও বেহায়াপনা প্রদর্শনী বন্ধ রাখতে হবে। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে রামাদান অতিবাহিত করার নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য বক্তারা অনুরোধ জানান।
উখিয়া উপজেলা: উপজেলা শাখার উদ্যোগে রামাদান কে স্বাগত জানিয়ে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উখিয়া স্টেশন প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী। উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নূরুল হক, অফিস সেক্রেটারী জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা রিদওয়ানুল হক জিশান, ছাত্রনেতা উসমান সরোয়ার প্রমুখ।
কক্সবাজার শহর: রমাদান কে স্বাগত জানিয়ে শহর জামায়াতের উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিলটি বার্মিজ মার্কেট এলাকা থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মরণি চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে সেক্রেটারি জাহিদুল ইসলাম। শহর সেক্রেটারি রিয়াজ মোঃ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি জননেতা শহিদুল আলম বাহাদুর, দরবেশ আলী মু. আরমান, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।
রামু উপজেলা: উপজেলা শাখার উদ্যোগে রামাদান কে স্বাগত জানিয়ে উপজেলা আমীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসানের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামু চৌমুহনী চত্বরে সমাবেশে মিলিত হয়। উপজেলা সেক্রেটারি আ ন ম হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রফিক, জামায়াতনেতা সোহরাব হোসেন প্রমুখ।
মহেশখালী উপজেলা: উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে রামাদানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাস্টার শামীম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান ও জেলা কর্মপরিষদ সদস্য জাকির হোসাইন। এসময় স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কক্সবাজার সদর: সদর উপজেলা শাখার উদ্যোগে রামাদান কে স্বাগত জানিয়ে বাংলাবাজার স্টেশন চত্বরে মিছিল বের করা হয়। উপজেলা সেক্রেটারি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম। জামায়াত নেতা মোস্তাক আহমদ মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চকরিয়া পৌরসভা: চকরিয়া পৌরসভা শাখার উদ্যোগে রামাদান কে স্বাগত জানিয়ে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে থানা রাস্তার মাথায় সমাবেশে মিলিত হয়। পৌরসভা আমীর আরিফুল কবিরের সভাপতিত্বে মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার শহর আমীর জননেতা আব্দুল্লাহ আল ফারুক। এসময় স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টেকনাফ উপজেলা : উপজেলার হোয়াইক্যং, বাহারছড়া ইউনিয়ন ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে রামাদান কে স্বাগত জানিয়ে মিছিল বের করা হয়। মিছিলে উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুতুবদিয়া উপজেলা: উপজেলা শাখার উদ্যোগে রামাদান কে স্বাগত জানিয়ে মিছিল বের করা হয়। উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরীর নেতৃত্বে মিছিলটি বড়ঘোপ বাজার প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল আমীনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদগাঁও উপজেলা: মাহে রামাদান কে স্বাগত জানিয়ে ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। উপজেলা আমীর মাওলানা সেলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলাওয়ার হোসাইন। উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন