প্রকাশিত: ১৭/১০/২০১৬ ৭:৫৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক: সম্প্রতি মায়ানমারের রাখাইন রাজ্যে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ পোস্টে সমন্বিত হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ ঘটনাকে উন্নয়ন ব্যর্থ করার প্রচেষ্টা বলে মনে করে ঢাকা।

রোববার (অক্টোবর ১৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ঘটনায় নিরীহ মানুষের প্রাণহানিতে উদ্বেগ প্রকাশের পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে অপরাধীদের গ্রেফতারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাখাইন রাজ্যে বর্ডার গার্ড পুলিশ পোস্টে চালানো সমন্বিত হামলায় নিহত হয় ৯ পুলিশ। আহত হয় আরো অনেকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, একটি দায়িত্বশীল প্রতিবেশী দেশ হিসেবে অপরাধীরা যাতে পালিয়ে যেতে না পারে সে জন্য ১০ অক্টোবর ভোরেই মায়ানমার-বাংলাদেশ সীমান্ত সিল করে দেয় বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশ পালিয়ে আসা রাখাইন স্টেটের দুই মুসলিমকে আটক করে সে দিন মায়ানমারের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

‘বাংলাদেশ কর্তৃপক্ষ মায়ানমার এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং তাদের অনুরোধে সাড়া দিচ্ছে’ এ কথা উল্লেখ করে বিবৃতিতে যে কোন ধরনের সহিংস চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরা হয়।

এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মায়ানমারকে সহযোগিতা দিতে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং অন্যান্য জাতিগত সশস্ত্র দলের বিরুদ্ধে বাংলাদেশ অনেকগুলো অভিযান চালিয়েছে। বাংলাদেশ গত বছর আরাকান আর্মির বন্দিদশা থেকে উদ্ধার করে দুইজন ট্যাটমাড়ো সদস্যকে মায়ানমারের কাছে হস্তান্তর করেছে।

বিবৃতিতে বলা হয়, প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ এ ক্ষেত্রে মায়ানমারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘি এলাকায় লবণবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম ...

জাসদ কার্যালয়ের জায়গায় ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ নির্মাণের ঘোষণা

বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ভেঙ্গে ফেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) ...

বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ, আটক ৩৩

বান্দরবানের আলীকদম সীমান্তে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা। আজও বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৩ মিয়ানমারের নাগরিককে আটক ...