প্রকাশিত: ২৭/০৮/২০১৭ ৮:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩০ পিএম

ফারজানা সিকদার ::
তোমারে বেঁধেছি মায়ার বাঁধনে
মাধবীলতার গহীনো স্বপনে
চিরশ্যামল বর্ষাধোঁয়া প্রকৃতি হয়ে
রয়েছো মনকাননের মৃদুপবনে

বিরহেরো শূন্যতায় ব্যথিত লগনে
লুকাইয়ো লুকাইয়ো শাড়ির আচঁলে
যেথা বৈরী বাতাসে সুখের প্রদীপ জ্বলে
সেথা নিও ঠাঁই জনমের তরে

সুখের বরণডালা হাতে সকাল সাঁঝে
দাঁড়িয়ে রইব প্রিয় তোমার দ্বারে
এবার বলো দুঃখ তোমায় ছোঁবে কি করে?
চিরবসন্ত এনে দিতে রাজি
চিরচেনা ঐ দুটি আঁখিকাননে।

পাঠকের মতামত

আসলে কি বয়কট করছি!

আমরা বাঙালি নতুন ইস্যু পেলে দৌড়ে তা দেখার জন্য উৎকণ্ঠা প্রকাশ করি। আজ বয়কট নিয়ে ...