প্রকাশিত: ১৩/১০/২০১৬ ৫:১৯ পিএম

আতিকুর রহমান মানিক, কক্সবাজার::

প্রধান প্রজনন মৌসুম মা-ইলিশ সংরক্ষন কার্যক্রম উপলক্ষে সরকার গৃহীত  কর্মসূচীর অংশ হিসাবে কক্সবাজারে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছেন যৌথ টীম। জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গঠিত টীম বৃহস্পতিবার দিনব্যাপী জেলা শহরের বিভিন্ন এলাকা ও হাটবাজারে এ অভিযান পরিচালনা  করেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ জানান, সকাল ১০ টা থেকে যৌথ টীমের এ অভিযান শুরু হয়। এসময় শহরের বাহারছড়া বাজার, গোলদীঘির পাড় সংলগ্ন বৌ বাজার ও বড় বাজারে মাছের ডিপো-আড়তসমূহে নজরদারী করা হয়। কিন্তু কোন বাজারে ইলিশ মাছ বিক্রি করতে দেখা যায়নি। এরপর মাঝির ঘাট, বিএফডিসি ঘাট ও বিমানবন্দরের সড়কের বিভিন্ন বরফ কল, হিমাগার/ডিপো এবং বাঁকখালী নদীতে নোঙ্গর করা বিভিন্ন ফিশিং বোটে তল্লাশী ও পরিদর্শন করা হয়। নুনিয়াছড়া বি অাই ডাব্লিউ টি সি জেটি সংলগ্ন এলাকায় জেটি এলাকায় মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড’র যৌথ চেকপোস্টও পরিদর্শন করেন টীমের সদস্যরা। অভিযান সমন্বয়কারী ও মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ছালেহ আহমদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা মোস্তফা, আঞ্চলিক মৎস্য কর্মকর্তা এএকেএম মোখলেসুর রহমান, দশ একর/এগার একর চিংড়ি চাষ প্রকল্প (এডিবি) প্রজেক্ট ম্যানেজার মিজানুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ অভিযানে নেতৃত্ব দেন। সদর মডেল থানার পুলিশফোর্স এসময় উপস্হিত ছিলেন। জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা, সাগরে ইলিশ মাছের ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করন, ও ইলিশ মাছ বেচাকেনা-পরিবহন নিরুৎসাহিত করতে আগামী ২ নভেম্বর পর্যন্ত জেলার নদ-নদী-সাগর, হাট বাজার, বরফ কল, আড়ত ও হিমাগারে নজরদারী এবং ধারাবাহিক অভিযান পরিচালনা করা হবে।

পাঠকের মতামত

টেকনাফে বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য় ভূমিকা শীষক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফে “বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য়  ও সামাজিক নেতাদের ভূমিকায়” শীষর্ক সভা অনুষ্ঠিত ...

১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলবে সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেন

আগামী ১ ফেব্রুয়ারিতে থেকে কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে ২ জোড়া নতুন ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ...

হাসপাতালের সেবা বন্ধ রেখে সেন্টমার্টিনে বনভোজন, ভোগান্তিতে রোগীরা!

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সেবা বন্ধ রেখে চিকিৎসকরা গেলেন পিকনিকে। হাসপাতালের চিকিৎসক কমকর্তা-কর্মচারীসহ ...

মাইক নিয়ে যে নির্দেশনা দিল ড. মিজানুর রহমান আজহারী

তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে ...

ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘণ্টাও লাগবে না :মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, ...