প্রকাশিত: ৩০/০৬/২০১৬ ১০:০৫ এএম

Bd--Pratidin-2-06-2016-011

ডেস্ক রিপোর্ট ::এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত পলাতক খুনিদের গ্রেফতার করতে অভিযানের পাশাপাশি তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে কখন থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এ লক্ষ্যে মূলহোতা কামরুল সিকদার ওরফে আবু মুছাসহ অন্যদের ছবিসহ সকল তথ্য দেশের সকল বিমান, নৌ ও স্থল বন্দরে পাঠিয়েছে সিএমপি। মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার কামরুজ্জামান জানান, ‘মিতু হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতারে জোর অভিযান চলছে। এরপরও তারা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য ছবিসহ সকল তথ্য দেশের সকল বিমান, নৌ ও স্থল বন্দরে পাঠানো হয়েছে।’ মিতু হত্যা মামলায় আসামি অজ্ঞাত তিনজন হলেও কিলিং মিশনে অংশ নেওয়া আটককৃত দুই আসামির জবানবন্দিতে উঠে আসে মোট আট জনের নাম। এরা হলেন, ঘটনার মূল হোতা কামরুল সিকদার ওরফে আবু মুছা, কিলিং মিশনে থাকা ওয়াসিম ও নবী। এছাড়া অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলা, ঘটনাস্থলে হত্যাকারীদের সহযোগি হিসাবে থাকা রাশেদ, কালু, শাহজাহান ও আনোয়ার।  এদের মধ্যে ভোলা, ওয়াসিম, আনোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ভোলার সহযোগি মনির হোসেনকেও অস্ত্র রাখার দায়ে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনার মূল হোতা কামরুল সিকদার ওরফে আবু মুছা, তার সহযোগি রাশেদ, কালু ও শাহজাহানের উপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । বিডি প্রতিদিন/

পাঠকের মতামত

আমাদের নিয়ত সহিহ, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন: সিইসি

অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন নতুন নির্বাচন কমিশনার ...

নির্বাচন কমিশন গঠন, নতুন সিইসি কক্সবাজারের সন্তান সাবেক সচিব নাসির উদ্দীন

কক্সবাজারের কুতুবদিয়ার সন্তান অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ ...