ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/১০/২০২৩ ৮:১৬ পিএম

চীন সীমান্তে থাকা অনেকগুলো ফাঁড়ি বা সেনাঘাঁটির দখল হারিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। বিদ্রোহীদের কাছে হারানো এসব ঘাঁটি পুনরুদ্ধারে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছে দেশটির জান্তা সরকার। পাশাপাশি সেখানে সৈন্যশক্তি বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনীর বরাতে আজ শনিবার (২১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী নেতা অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই দেশটি বিশৃঙ্খলায় নিমজ্জিত। দেশটির সামরিক বাহিনী ব্যাপক সশস্ত্র প্রতিরোধের মুখে পড়েছে। জান্তা সরকারের ক্ষমতার দুই বছর পেরিয়ে গেলেও তারা এখনও দেশটির বিশাল এলাকার কর্তৃত্ব নিতে পারেনি। এমনকি, সেখানে বিরোধীদের দমনে বিমান ও ভারী অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালানো হচ্ছে।


গত বৃহস্পতিবার মিয়ানমারের শান রাজ্যের মুসে জেলায় সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির (কেআইএ)। আর শুক্রবার কাচিন রাজ্যের প্রত্যন্ত শহর লাইজারের কাছেও সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায় তারা। গতকালের হামলায় পিছু হটতে বাধ্য হয় জান্তা বাহিনী। এরপরেই এক বিবৃতিতে জান্তা সরকার বিমান হামলার পাশাপাশি আর্টিলারি ও সৈন্য শক্তিবৃদ্ধির নির্দেশ দেয়।

আজ বিদ্রোহী গোষ্ঠী কেআইএ থেকে বলা হয়, জান্তা বাহিনী বিমান হামলা ও কামান দিয়ে পাল্টা আক্রমণ করেছে। গত সপ্তাহের সংঘর্ষে তাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য এখনও জানায়নি দেশটির সেনাবাহিনী।

কেআইএয়ের কর্নেল নাও বু এএফপিকে বলেন, ‘আমরা সেনাবাহিনীর অনেক অস্ত্র জব্দ করতে পেরেছি। এ ছাড়া আরও বেশ কিছু সরঞ্জামও জব্দ করেছি।’

এএফপি জানিয়েছে, খ্রিস্টান ধর্মাবলম্বী অধ্যুষিত কাচিন রাজ্যের বেশিরভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে কেআইএ। সবশেষ কয়েক দশক ধরেই রাজ্যটিতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত এই সশস্ত্র গোষ্ঠীটি। আর ২০২১ সালের গণঅভ্যুত্থানের পর থেকেই এই রাজ্যে সহিংসতা বেড়েছে। সুত্র,এনটিভি

পাঠকের মতামত

মিয়ানমারে বিদ্রোহী জোটে ভাঙন, যুদ্ধ থামিয়ে জান্তার সঙ্গে হাত মেলাল দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী

মিয়ানমারে গৃহযুদ্ধ থামাতে চীনের কূটনৈতিক তৎপরতার ফল মিলল। বেইজিংয়ের মধ্যস্থতায় বিদ্রোহী জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’-এর ...

মার্কিন সহায়তা স্থগিত:থাই হাসপাতাল ছাড়ছে মিয়ানমারের শরণার্থীরা

বিদেশে মার্কিন সহায়তা স্থগিত করতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। ইতোমধ্যেই ...

বাংলাদেশেও সব মার্কিন সহায়তা বন্ধ, জানিয়ে দিল ইউএসএআইডি

মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধের নির্দেশনা ...

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সাথে কাজ করবে ইউএনএইচসিআর

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন যে তার সংস্থা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে ...

যুক্তরাষ্ট্রের সব বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সব ধরনের বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছেন সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ...

নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বিষয়ে তদন্ত করবে জাতিসংঘ

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের বিষয়ে তদন্ত কর‌বে জাতিসংঘ। মিয়ানমারে ...