উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/০৯/২০২৩ ৯:৪৪ এএম

মিয়ানমারের সীমান্তবর্তী মায়াবতী শহরে বোমা হামলায় ৫ সরকারি ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ১১ জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

জেলা পুলিশ কার্যালয় ও প্রশাসনের একটি কার্যালয়ের কম্পাউন্ডে রোববার সন্ধ্যার দিকে এ হামলা হয়। তবে, এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ।

সামরিক এক কর্মকর্তা বার্তা সংস্থা-এএফপিকে জানান, প্রথমে কম্পাউন্ডের ভেতরে দুটি বোমা হামলা চালানো হয়। এরপর নিরাপত্তা জোরদারে ব্যস্ত থাকা কর্মকর্তাদের ওপর আরও দুটি বোমা হামলা চালানো হয়। এসময় হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা, পুলিশের ২ সদস্য ও প্রশাসন বিভাগের ২ কর্মকর্তা রয়েছেন। ধারণা করা হচ্ছে, জান্তাবিরোধী দল ও রাজনৈতিক শক্তিগুলোর জোট পিপলস ডেমোক্রেটিক ফোর্স (পিডিএফ) এবং মিয়ানমারের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) এই হামলার জন্য দায়ী।

মায়াওয়াদি শহরের অদূরেই সীমান্ত, ওপারে থাইল্যান্ডের তাক প্রদেশ। মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে থাইল্যান্ডের সীমান্তবর্তী শহরটিতে সামরিক এবং জান্তা-বিরোধীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ দেখা গেছে।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে উচ্ছেদ করে জাতীয় ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং সেই অভ্যুত্থানে নেতৃত্ব দেন। বর্তমানে ক্ষমতাসীন সামরিক সরকারের প্রধানও তিনি

পাঠকের মতামত

মিয়ানমারে বিদ্রোহী জোটে ভাঙন, যুদ্ধ থামিয়ে জান্তার সঙ্গে হাত মেলাল দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী

মিয়ানমারে গৃহযুদ্ধ থামাতে চীনের কূটনৈতিক তৎপরতার ফল মিলল। বেইজিংয়ের মধ্যস্থতায় বিদ্রোহী জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’-এর ...

মার্কিন সহায়তা স্থগিত:থাই হাসপাতাল ছাড়ছে মিয়ানমারের শরণার্থীরা

বিদেশে মার্কিন সহায়তা স্থগিত করতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। ইতোমধ্যেই ...

বাংলাদেশেও সব মার্কিন সহায়তা বন্ধ, জানিয়ে দিল ইউএসএআইডি

মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধের নির্দেশনা ...

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সাথে কাজ করবে ইউএনএইচসিআর

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন যে তার সংস্থা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে ...

যুক্তরাষ্ট্রের সব বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সব ধরনের বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছেন সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ...

নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বিষয়ে তদন্ত করবে জাতিসংঘ

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের বিষয়ে তদন্ত কর‌বে জাতিসংঘ। মিয়ানমারে ...