মিয়ানমারের সীমান্তবর্তী মায়াবতী শহরে বোমা হামলায় ৫ সরকারি ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ১১ জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
জেলা পুলিশ কার্যালয় ও প্রশাসনের একটি কার্যালয়ের কম্পাউন্ডে রোববার সন্ধ্যার দিকে এ হামলা হয়। তবে, এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ।
সামরিক এক কর্মকর্তা বার্তা সংস্থা-এএফপিকে জানান, প্রথমে কম্পাউন্ডের ভেতরে দুটি বোমা হামলা চালানো হয়। এরপর নিরাপত্তা জোরদারে ব্যস্ত থাকা কর্মকর্তাদের ওপর আরও দুটি বোমা হামলা চালানো হয়। এসময় হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা, পুলিশের ২ সদস্য ও প্রশাসন বিভাগের ২ কর্মকর্তা রয়েছেন। ধারণা করা হচ্ছে, জান্তাবিরোধী দল ও রাজনৈতিক শক্তিগুলোর জোট পিপলস ডেমোক্রেটিক ফোর্স (পিডিএফ) এবং মিয়ানমারের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) এই হামলার জন্য দায়ী।
মায়াওয়াদি শহরের অদূরেই সীমান্ত, ওপারে থাইল্যান্ডের তাক প্রদেশ। মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে থাইল্যান্ডের সীমান্তবর্তী শহরটিতে সামরিক এবং জান্তা-বিরোধীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ দেখা গেছে।
২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে উচ্ছেদ করে জাতীয় ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং সেই অভ্যুত্থানে নেতৃত্ব দেন। বর্তমানে ক্ষমতাসীন সামরিক সরকারের প্রধানও তিনি