সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলে নতুন সিদ্ধান্ত
কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারী সিন্দাবাদ নামক একটি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। আরও ...
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে চলছে ব্যাপক সংঘর্ষ। আজ শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এ পরিস্থিতিতে নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী লোকজনের মাঝে আতংক দেখা দিয়েছে। সীমান্তের কাছাকাছি বসবাসকারী লোকজন নিকট আত্নীয় স্বজনের বাড়ি ঘরে চলে যাচ্ছেন।
মিয়ানমার থেকে ছোঁড়া বুলেট এসে পড়েছে সিএনজি অটোরিকশার উপর। এতে গাড়ীটির কাঁচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর পর ঘটনাস্থলে যায় বিজিবি। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে ঘুমধুমের তুমব্রু উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ। তিনি বলেন, উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
পাঠকের মতামত