প্রকাশিত: ২৫/০৯/২০১৬ ৭:২১ পিএম

img_20160925_192252বিশেষ প্রতিনিধি:
মিয়ানমারের রাখাইন রাজ্যের ৮ সদস্যোর বানিজ্য প্রতিনিধি টিম এখন কক্সবাজারে। রাখাইন স্টেট চেম্বার এন্ড কমার্স প্রেসিডেন্ট টিং অংও এর নেতৃত্বে এ টিমটি মিয়ানমারে মংডু হয়ে ২৫ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪ টার সময় টেকনাফ স্থল বন্দর পৌঁছে।

প্রতিনিধিদলকে স্বাগত জানান টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (সহকারী কমিশনার) মোমেনা আক্তার ।

এ সময় টেকনাফ মডেল থানার ওসি মোঃ আব্দুল মজিদ, টেকনাফ স্থল বন্দর রাজস্ব কর্মকর্তা আব্দুল মান্নান, বন্দর পরিচালনা প্রতিষ্ঠানের ডিজিএম আনোয়ার হোসেন, কক্সবাজার চেম্বার এন্ড কর্মাসের একটি অংশের সহ সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, উদয় শংকর পাল মিঠু, টেকনাফ সীমান্ত বানিজ্য ব্যবসায়ী এম আবছার সোহেল, মোঃ হাসেম প্রমুখ।

প্রতিনিধি টিমটি ২৬ সেপ্টেম্বর সোমবার সকালে কক্সবাজার চেম্বার এন্ড কর্মার্স’র সাথে মতবিনিময়, বিকেলে রামু বৌদ্ধ মন্দির প্ররিদর্শন ও রাখাইন কমিউনিটির সাথে বৈঠক, মঙ্গল ও বুধ বার চট্্রগ্রাম চেম্বার এন্ড কর্মাস’র সাথে মতবিনিময়, সিপিইজেড , কেপিইজেড ও চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে ৩০ সেপ্টেম্বর মিয়ানমারে ফিরে যাওয়ার কথা রয়েছে ।

মিয়ানমারের রাখাইন রাজ্যের এ বানিজ্য প্রতিনিধি টিমের অন্যান্য সদস্যরা হচ্ছেন ব্যবসায়ী মিন্থ জ্য মো, ইউ মং টিন নিন্থ, সৌপিং, থোন থোন উইন, অং অং, তেজাও ও টিন লুইন। বাংলাদেশের পক্ষে সমন্বয়কের ভুমিকা পালন করে এ টিমকে বাংলাদেশে নিয়ে আসেন মিয়ানমারের সিটওয়ে(আবিয়াব)স্থ বাংলাদেশ মিশনের কর্মকর্তা শাহ আলম খোকন।

তিনি জানান, মিয়ানমারের গনতান্ত্রিক প্রক্রিয়া শুরু হওয়ার কারনে দু দেশের বানিজ্য সম্প্রসারন ও অন্যান্য দ্বীপাক্ষিক সম্পর্ক জোরদার এ সময়ের দাবী। ইতিমধ্যে পাশ্ববর্তী চীনসহ অন্যান্য দেশ মিয়ানমারে বানিজ্য সম্প্রসারনে অনেকদূর এগিয়েছে। অবস্থানগত কারনে মিয়ানমারে রাখাইন রাজ্যের সাথে বাংলাদেশের গভীর সর্ম্পক তৈরী, সীমান্ত বানিজ্য সম্প্রসানে বিরাজমান বাধা দূরীকরনসহ বিভিন্ন বিষয়ে সুদৃঢ় ঐক্য প্রয়োজন। তাই বাংলাদেশ সরকারের উদ্যোগ নিয়েছে মিয়ানমারের সাথে সর্ম্পক জোরদারে। বানিজ্য প্রতিনিধি টিমের পাচঁ দিনের এ সফর দু’ দেশের মধ্যে বানিজ্য সর্ম্পক গতিশীল করতে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

পাঠকের মতামত

হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত: সারজিস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ...