বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ৯২ জেলেকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সরকার। মিয়ানমারের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাদের ক্ষমা করেছে বাংলাদেশ। মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ডিসেম্বরে এই জেলেরা মাছ ধরার ১২টি নৌকাসহ বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করেছিলেন। বাংলাদেশ কর্তৃপক্ষ অবৈধ অনুপ্রবেশের দায়ে জেলেদের আটক করে। ঢাকায় মিয়ানমার দূতাবাসকে এ গ্রেফতারের বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়ায় অবহিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলতি বছরের ২৩ জুন ঢাকায় মিয়ানমারের দূতাবাস এ জেলেদের সাধারণ ক্ষমা ঘোষণা করার জন্যে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায়। মিয়ানমার কর্তৃপক্ষ বলেছে, এ জেলেদের জিপিএসের মত সীমানা নির্ধারনী সরঞ্জাম না থাকায় অসাবধানতাবশত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে।
উল্লেখ্য, ২০১৫ সালের আগস্ট ও ২০১৬ সালের জুলাইয়ে বাংলাদেশের ২২ জেলেকে মুক্তি দিয়েছিল মিয়ানমার কর্তৃপক্ষ।