প্রকাশিত: ২৯/১২/২০২১ ৯:২৪ এএম

প্রতিক্রিয়ায় সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী ইঙ্গার অ্যাশিন এক বিবৃতিতে বলেন, ‘এই খবরটি নিঃসন্দেহে ভয়ানক। নিরপরাধ বেসামরিক মানুষসহ সাহায্যকর্মীদের বিরুদ্ধে সহিংসতা মেনে নেয়া যায় না।

মিয়ানমারে কায়া প্রদেশের একটি গ্রামে শুক্রবার নারী ও শিশুসহ অন্তত ৩৫ জনকে পুড়িয়ে মেরেছে দেশটির সেনাবাহিনী। নিহতদের মধ্যে অন্তত দুইজনকে নিজেদের কর্মী বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন।

মঙ্গলবার সংস্থাটির নিজস্ব ওয়েবসাইটে এ খবর দেয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, নিহত দুজনই সম্প্রতি নতুন বাবা হয়েছিলেন। শিশুদের শিক্ষা প্রদানে তারা দারুণ উৎসাহী ছিলেন।

এদের মধ্যে একজন ছিলেন ৩২ বছরের। তার সন্তানের বয়স মাত্র ১০ মাস। দুই বছর আগে তিনি সেভ দ্য চিলড্রেনে যোগ দিয়েছিলেন। শিক্ষকদের প্রশিক্ষণ দিতেন।

অন্যজনের বয়স ২৮ বছর। তার কন্যার বয়স মাত্র ৩ মাস। ছয় বছর আগে তিনি সেভ দ্য চিলড্রেনে যোগ দিয়েছিলেন।

সংস্থাটি আরও জানায়, নিরাপত্তাজনিত কারণেই তাৎক্ষণিকভাবে তাদের নিহত দুই কর্মীকে শনাক্ত করা সম্ভব হয়নি।

কাছাকাছি এলাকায় একটি মানবিক কাজে অংশ নিয়ে দুজনই অফিসে ফিরছিলেন। এ সময়ই তারা হামলার কবলে পড়েন।

এ ঘটনার প্রতিক্রিয়ায় সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী ইঙ্গার অ্যাশিন এক বিবৃতিতে বলেন, ‘এই খবরটি নিঃসন্দেহে ভয়ানক। নিরপরাধ বেসামরিক মানুষসহ সাহায্যকর্মীদের বিরুদ্ধে সহিংসতা মেনে নেয়া যায় না। এই নির্বোধ হামলা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।’

তিনি জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে। এ ছাড়া এই ঘটনার পর সংস্থাটির সব কর্মী এবং নিহতদের পরিবার যেন প্রয়োজনীয় সহায়তা পায় তা নিশ্চিত করার যথাসাধ্য চেষ্টা চলছে।

মিয়ানমারে ১৯৯৫ সাল থেকে কাজ করছে সেভ দ্য চিলড্রেন। জীবন বাঁচানো স্বাস্থ্যসেবা ছাড়াও খাদ্য, শিক্ষা এবং শিশুদের সুরক্ষা দিতে দেশটিতে ৫০টি সহযোগী প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে কাজ করছে সংস্থাটি। বর্তমানে মিয়ানমারে তাদের অন্তত ৯০০ কর্মী রয়েছেন

পাঠকের মতামত

বাংলাদেশ হয়ে রাখাইন রাজ্যে সহায়তা পাঠাতে চায় জাতিসংঘ

মিয়ানমারের রাখাইন রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটি বাংলাদেশকে ...

আওয়ামী লীগের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছেন: গৌতম লাহিড়ী

বিশিষ্ট প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন,সম্প্রতি ভারতের দিল্লির প্রেস ক্লাব ...

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় স্কুলে ভর্তি হতে পারবে রোহিঙ্গা শিক্ষার্থীরা

ভারতের সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের ফলে দেশটির রোহিঙ্গা শরণার্থীরা সরকারি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ ...