রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসকে জামিন দিতে হাইকোর্টের রুল
রাষ্ট্রদ্রোহের মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না, তা ...
উখিয়া নিউজ ডটকম::
দ্বিতীয় দিনের মতো মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্কট নিরসনে মিয়ানমার সরকার গঠিত কফি আনান কমিশনের সদস্যরা রোহিঙ্গাদের সাথে খোলামেলা কথা বলে তাদের দুঃখ দুর্দশার কথা শুনছেন । দ্বিতীয় দিনের মতো রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন দেখতে আনান কমিশনের ৪ সদস্য মিয়ানমার নাগরিক উইন ম্রা,ও আই লিয়ন, আন্দ্রাত ইদ্রাত ও লেবাননের নাগরিক ঘাসান সালামে সোমবার বেলা পৌনে ১১ টার দিকে কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করেন। এ সময় রোহিঙ্গারা প্রতিনিধি দলের সামনে মিয়ানমারে ফিরে যাওয়ার দাবীতে ব্যাপক বিক্ষোভ ও রোহিঙ্গা ক্যাম্পের ভেতরেই মানববন্ধন করেন। রোহিঙ্গারা প্রতিনিধি দলের কাছে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির মাধ্যমে মিয়ানমারে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। প্রতিনিধিদল রোহিঙ্গাদের এসব দাবী আগ্রহ ভরে শুনলেও কোন মন্তব্য করেননি।
পাঠকের মতামত