উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/১০/২০২২ ৭:১০ এএম

চলমান সংঘাত থামার পর এবং অনুকূল পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় মিয়ানমার। দেশটিতে চীনা রাষ্ট্রদূতকে এমন বার্তাই দিয়েছে সামরিক জান্তা।

বুধবার ঢাকায় কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের সঙ্গে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত লি জিমিং এ তথ্য জানান।

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষে অবস্থান প্রসঙ্গে প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন নীরবে কাজ করে যাচ্ছে। রোহিঙ্গা ইস্যুর সমাধান ইউরোপীয় বা আমেরিকান পন্থায় হবে না। এশিয়ান পন্থায় এর সমাধান করা উচিত।

তিনি বলেন, পশ্চিমাদের চাপ মিয়ানমারের সমস্যা সমাধানে কোনোভাবেই সাহায্য করবে না। একই সঙ্গে সমস্যা দ্বিপক্ষীয়ভাবে সমাধানের চেষ্টা করতে হবে। কারণ প্রত্যাবাসনই রোহিঙ্গা ইস্যুর সমাধান।

পাঠকের মতামত

যে কারনে তারেক রহমানকে ধন্যবাদ দিলেন মিজানুর রহমান আজহারী

চট্টগ্রামে মাহফিলে বক্তব্যকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারী। ...