উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/০৯/২০২২ ৭:৩৬ এএম

রাখাইনের মংডুতে মিয়ানমার সেনাবাহিনীর আরেকটি ফাঁড়ি দখল করেছে আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে সশস্ত্র সংগ্রামে লিপ্ত আরাকানি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংগঠন আরাকান আর্মি। শনিবার এই ফাঁড়ি তারা দখল করেছে বলে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতীর খবরে উল্লেখ করা হয়েছে।

৩১ আগস্ট বাংলাদেশ সীমান্তের কাছে একটি পুলিশ ফাঁড়ি দখল নেয় আরাকান আর্মি। ওই হামলায় ১৯ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন।

রবিবার এক বিবৃতিতে আরাকান আর্মি দাবি করেছে, শনিবার সকালে মিয়ানমার সেনাবাহিনীর ৩৫২ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের পাহাড়ের চূড়ার একটি ফাঁড়ি দখল করা হয়েছে। এই ফাঁড়িটি মংডু শহর থেকে ৩ কিলোমিটার দূরে জেড চাউং গ্রামে অবস্থিত।

বিবৃতিতে বলা হয়েছে, সামরিক সরকারের সেনাদের সঙ্গে তাদের এক ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এসময় বেশ কয়েকজন সেনা নিহত ও বাকিদের তারা আটক করেছে।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের একটি ছবিও বিবৃতির সঙ্গে প্রকাশ করেছে আরাকান আর্মি।

স্থানীয় সংবাদমাধ্যম ওয়েস্টার্ন নিউজ এক খবরে জানিয়েছে, ১৩ সেনা নিহত ও চারজনকে আটক করেছে সশস্ত্র গোষ্ঠীটি।

এক ভিডিওতে দেখা গেছে, আটক চার সেনা সদস্যকে বলা হয়েছে ভয় না পাওয়ার জন্য, তাদের কোনও ক্ষতি করা হবে না।

আরাকান আর্মি বলেছে, তাদের এই অভিযানের পর মিয়ানমারের সেনাবাহিনী যুদ্ধবিমান ও হেলিকপ্টার দিয়ে রবিবার টানা কয়েক ঘণ্টা বিমান হামলা চালিয়েছে।

আগস্টে পুলিশ ফাঁড়ি দখলের পর থেকে রাখাইনে বিমান হামলা ও অতিরিক্ত সেনা মোতায়েন করেছে বলে দাবি করেছে আরাকান আর্মি।

পাঠকের মতামত

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রাখাইন, নতুন আশ্রয়প্রার্থীর আশঙ্কায় বাংলাদেশ

নজিরবিহীন সংকটে পড়তে যাচ্ছে প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্য। খাদ্য সরবরাহ ব্যবস্থায় উন্নতির সম্ভাবনা না থাকায় ...

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ‘বিশাল সুযোগ’ পেতে যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা

মিসরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ ঘোষণা করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ...