প্রকাশিত: ১৫/০৭/২০১৬ ৭:০৬ এএম
(ফাইল ছবি)
(ফাইল ছবি)
(ফাইল ছবি)

উখিয়া নিউজ  ডেস্ক ::   মিয়ানমার থেকে কক্সবাজার ও বান্দরবানের প্রত্যন্ত সীমান্ত দিয়ে সর্বনাশা মাদক ইয়াবার চালানের পাশাপাশি জঙ্গিদের গ্রেনেড তৈরির অন্যতম উপকরণ ডেটোনেটরও আসছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, গ্রেনেড তৈরির জন্য যা যা উপাদান প্রয়োজন, জঙ্গিরা সেগুলোর বেশিরভাগ নিজেরা তৈরি করতে পারলেও কিছু গুরুত্বপূর্ণ উপাদান বাইরে থেকে আনতে পারে। এ কারণে সীমান্তে নজরদারি বাড়ানো জরুরি।

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম ইত্তেফাককে বলেন, দেশে নানা নামে যেসব জঙ্গি সংগঠনের পরিচয় পাওয়া যাচ্ছে-তারা ঘরে বসে গ্রেনেড তৈরি করছে। সম্প্রতি ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার সময় এসব গ্রেনেড ব্যবহার হয়েছে। এসব গ্রেনেডের অন্যতম উপাদান লিভার, পিন, ডেটোনেটর ইত্যাদি। এগুলো জঙ্গিদের মধ্যে প্রশিক্ষিত ব্যক্তিরা স্থানীয়ভাবেও তৈরি করে নিতে পারে। তবে এসবের মধ্যে একটি গ্রেনেডকে পূর্ণমাত্রায় বিস্ফোরিত করার জন্য ডেটোনেটর একটি অত্যাবশ্যকীয় উপকরণ। এই স্পর্শকাতর উপকরণটি তৈরিতে জঙ্গিদের যথেষ্ট কারিগরি ও যান্ত্রিক সক্ষমতা আছে কিনা সেটি একটি প্রশ্ন। যদি না থাকে তবে কক্সবাজার, বান্দরবান সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে এসব আসতে পারে-এ আশঙ্কা করা যায়।

এই সাবেক সামরিক কর্মকর্তা আরো বলেন, আমার জানা মতে মিয়ানমারের সঙ্গে থাইল্যান্ডের একটি সীমান্ত খোলা রয়েছে। সেখানে সান, কারেন নামের ইনসার্জেন্ট গ্রুপগুলো সক্রিয় রয়েছে। সেখান থেকে জঙ্গিদের হাতে অস্ত্র, গ্রেনেড তৈরির উপাদান ডেটোনেটর ইত্যাদি অস্ত্র ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে আসতে পারে। আবার ঢাকার ধোলাইখালে ডেটোনেটরসহ সব বিস্ফোরক উপাদান বানানো যায় এটাও সত্য।

চট্টগ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকালীন সময়ে এ ধরনের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বিশেষজ্ঞ নাম প্রকাশ না করার শর্তে  জানান, গ্রেনেডের স্প্রিং, লিভার, রিং ইত্যাদি জঙ্গিরা যে কোনো ছোটখাট ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারে। তবে ডেটোনেটর চোরাচালান হয়ে জঙ্গিদের হাতে আসার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, এক সময় মিয়ানমার সংলগ্ন বান্দরবান, কক্সবাজারের সীমান্ত এলাকায় নানা ধরনের অস্ত্রশস্ত্র ধরা পড়ত। তবে গত দেড় বছর ধরে অস্ত্র ধরা পড়া কিংবা অস্ত্র কারখানা আবিষ্কারের খবর কেউ দিচ্ছে না। তবে এটা ঠিক বাইরে থেকে অস্ত্র, ডেটোনেটর ইত্যাদি ভেতরে আসার একাধিক রুট ডেফিনিটলি আছে। নিরাপত্তা বাহিনীর দৃষ্টি এড়িয়ে সেগুলো আসতেও পারে। তাই সীমান্তে আরো কঠোর নজরদারি রাখা দরকার।

প্রসঙ্গত, সম্প্রতি চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ ও আনসারুল্লাহ বাংলা টিমের যেসব সদস্য অস্ত্রসহ ধরা পড়েছে তাদের কাছে ঘরে তৈরি গ্রেনেডও পাওয়া গেছে। বিস্ফোরক বিশেষজ্ঞরা এসব গ্রেনেডকে স্থানীয়ভাবে তৈরি ‘মারাত্মক বিস্ফোরক’ বলে অভিহিত করেছেন। ২০১৩ সালের ৭ অক্টোবর এসব গ্রেনেড তৈরির সময় চট্টগ্রামে লালখান বাজার মাদ্রাসার ছাত্রাবাসে এক ভয়াবহ বিস্ফোরণে তিন জন নিহত হয়েছিল। ওই সময় পুলিশ বিধ্বস্ত ছাত্রাবাস ঘেরাও করে বিপুল পরিমাণ ঘরে তৈরি গ্রেনেড, গ্রেনেড তৈরির সরঞ্জামের মধ্যে রাসায়নিক পদার্থ, স্প্লিন্টার, ডেটোনেটর ইত্যাদি উদ্ধার করে।

সুত্র::ইত্তেফাক

পাঠকের মতামত

টেকনাফে বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য় ভূমিকা শীষক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফে “বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য়  ও সামাজিক নেতাদের ভূমিকায়” শীষর্ক সভা অনুষ্ঠিত ...

হাসপাতালের সেবা বন্ধ রেখে সেন্টমার্টিনে বনভোজন, ভোগান্তিতে রোগীরা!

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সেবা বন্ধ রেখে চিকিৎসকরা গেলেন পিকনিকে। হাসপাতালের চিকিৎসক কমকর্তা-কর্মচারীসহ ...

মাইক নিয়ে যে নির্দেশনা দিল ড. মিজানুর রহমান আজহারী

তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে ...

ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘণ্টাও লাগবে না :মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, ...