উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১০/২০২২ ১০:০৫ এএম

মিয়ানমার যাই করুক না কেন, ফাদে পা দেবে না বাংলাদেশ। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এসময় তিনি বলেন, জাতিসংঘ দুর্বল হয়ে গেছে। তাই যুদ্ধ থামাতে ব্যর্থ। ভিন্ন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের নির্বাচনে বাংলাদেশ জয়লাভ করবে।

আরও পড়ুন: রাজনৈতিক কর্মসূচিতে অরাজকতা হলে ছাড় নয়, নতুন আইজিপির হুঁশিয়ারি

মোমেন বলেন, রোহিঙ্গা ইস্যুতে থাকা সব স্কোপই আমাদের আছে। মিয়ানমারের আভ্যন্তরীণ সীমান্তে চলমান সংকটসহ রোহিঙ্গা সমস্য সমাধানে বাংলাদেশের জাতিসংঘে যাওয়ার সুযোগ রয়েছে। তবে সংস্থাটি ইদানিং অনেক দুর্বল হয়ে গেছে।

তিনি আরও বলেন, জাতিসংঘে আগেও আমরা গিয়েছি। কিন্তু সেখানে যেমন সিকিউরিটি কাউন্সিল। জাতিসংঘ তো ইদানিং অনেক দুর্বল হয়ে গেছে। কারণ বিভিন্ন দেশে তারা সুবিধা করতে পারছে না। যুদ্ধই থামাতে পারছে না।

পাঠকের মতামত

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে ঢুকতে বিধিনিষেধ

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশে বিধিনিষেধসহ ১০টি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি ...

আমাদের নিয়ত সহিহ, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন: সিইসি

অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন নতুন নির্বাচন কমিশনার ...