উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/০৯/২০২২ ৭:৫০ পিএম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের চলমান রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘে সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিয়ে ইসমাইল সাবরি বলেন, ‘মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কোনও শক্ত পদক্ষেপ নেয়নি নিরাপত্তা পরিষদ। যা খুবই দুঃখজনক’।

অধিবেশনে প্রধানমন্ত্রী ইয়াকুব বলেন, অনেকেই দেখেছেন কীভাবে মিয়ানমার ইস্যুতে নিরাপত্তা পরিষদ হাত গুটিয়ে নিয়েছে এবং বিষয়টি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ওপর ছেড়ে দিয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটির সাধারণ মানুষসহ রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর দমন পীড়নের মাত্রা আরও বেড়েছে।

ইসমাইল ইয়াকুব আরও বলেন, জান্তা সরকার কর্তৃক আসিয়ানের ‘পাঁচ বিষয়ে ঐকমত্য’ বাস্তবায়নে অর্থবহ অগ্রগতি না হওয়ায় মালয়েশিয়া হতাশ। এই পরিস্থিতিতে আসিয়ানের ‘পাঁচ বিষয়ে ঐকমত্য’ আর বেশি দূর নেওয়ার মতো নয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত লাখ লাখ শরণার্থীর অবস্থা আরও জটিল করছে। এসব শরণার্থীর অধিকাংশই মুসলিম রোহিঙ্গা জাতিগোষ্ঠীর। প্রায় ১০ লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হয়েছে।

পাঠকের মতামত

বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার

অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার। যত্রতত্র আবর্জনার স্তূপ, সড়কের পাশের ময়লা এবং সমুদ্র ...

বাণিজ্য মেলা দেখে থেকে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ...

গোপনে বাংলাদেশে এসে টিউলিপের তথ্য নিয়ে গেছে যুক্তরাজ্যের গোয়েন্দারা

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক ...