প্রকাশিত: ১৬/০৩/২০২২ ৭:৪২ এএম

মিয়ানমারে সেনা অভিযানের ফাইল ছবি
মিয়ানমার সেনাবাহিনী তার দেশের নাগরিকদের ওপর ভয়াবহ দমন-পীড়ন চালাচ্ছে। এ অবস্থায় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ, নির্যাতন এবং হত্যাযজ্ঞের অভিযোগ এনেছে জাতিসংঘ। ২০২০ সালে অং সান সু চি’র সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই প্রথম বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করলো সংস্থাটি।

মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেলে ব্যাচেলেট অভিযোগ করে বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষের জীবনের কোনও তোয়াক্কা করছে না। জনবহুল এলাকায় বিমান হামলার পাশপাশি ভারী অস্ত্র ব্যবহার করছে। ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের টার্গেট করছে।

প্রকাশিত রিপোর্ট নিয়ে বিবৃতিতে তিনি আরও বলেন, অনেকের মাথায় গুলি করা হয়েছে, পুড়িয়ে মারা হচ্ছে, নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। প্রতিবেদনে এসব অপকর্মের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

এদিকে মিয়ানমারের সেনাবাহিনী বলছে, তাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা দেওয়া এবং শান্তি বজায় রাখ। এ ধরনের নৃশংসতার অভিযোগ অস্বীকার করে দেশটিতে অস্থিরতার জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করা হয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, নৃশংসতার শিকার মিয়ানমারের এমন বহু মানুষের সাক্ষাতের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করা হয়েছে। সেইসঙ্গে প্রত্যক্ষদর্শী, স্যাটেলাইটের ধারণকৃত ছবিসহ ওপেন সোর্স তথ্যের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

সেনারা মিয়ানমারের সাগাংই অঞ্চলে গণহত্যা চালিয়েছে এবং অনেকের মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। কায়াহ রাজ্যের অনেক জায়গায় নারী ও শিশুদের পুড়িয়ে মারার মরদেহ পাওয়া গেছে। কিছু বিষয় ইঙ্গিত করে যে, তারা নির্যাতনের মুখ থেকে পালানোর চেষ্টা করে।

জাতিসংঘের নতুন প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী এবং তাদের সহযোগীদের দ্বারা অন্তত এক হাজার ৬০০ মানুষকে হত্যা এবং ১২ হাজার ৫০০ জনকে বন্দি করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

পাঠকের মতামত

বাংলাদেশ হয়ে রাখাইন রাজ্যে সহায়তা পাঠাতে চায় জাতিসংঘ

মিয়ানমারের রাখাইন রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটি বাংলাদেশকে ...

আওয়ামী লীগের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছেন: গৌতম লাহিড়ী

বিশিষ্ট প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন,সম্প্রতি ভারতের দিল্লির প্রেস ক্লাব ...

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় স্কুলে ভর্তি হতে পারবে রোহিঙ্গা শিক্ষার্থীরা

ভারতের সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের ফলে দেশটির রোহিঙ্গা শরণার্থীরা সরকারি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ ...