প্রকাশিত: ০৩/০৯/২০১৬ ৪:৩৭ পিএম

ডেস্ক রিপোর্ট ::

মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ কারাগারে পৌঁছেছে। আজ শনিবার দুপুরে কারা সূত্র এ তথ্য জানায়। শুক্রবার বিকেলে জামায়াত নেতা মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না- সিদ্ধান্ত জানালে ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি শুরু করে কারা কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকতা শেষে অপেক্ষা ছিল কেবল নির্বাহী আদেশের। ইতিমধ্যে মীর কাসেমের সঙ্গে দেখা করতে তার পরিবারের সদস্যরা কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা হয়েছেন। কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদকে নির্যাতনের পর খুনের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীকে ফাঁসিকাষ্ঠে ঝুলানোর রায় দেন ট্রাইব্যুনাল। ফাঁসির রায়ের পুনর্বিবেচনা চেয়ে মীর কাসেমের রিভিউ আবেদন খারিজ করে মঙ্গলবার সকালে এ রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ। –

পাঠকের মতামত

আজহারীর পরবর্তী মাহফিল যে স্থানে

সিলেটে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।আগামীকাল বৃহস্পতিবার আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম তাফসিরুল ...