কারা কর্মকর্তারা জানিয়েছেন, মীর কাসেম আলী বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপিসহ মৃত্যু পরোয়ানাও ওই কারাগারে যাবে।
এই পরোয়ানা ঢাকা স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছেও যাবে।
মৃত্যুদণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় পৌঁছানোর পর সোমবার সন্ধ্যায় মীর কাসেমের মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এদিকে সোমবার দুপুরে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তিনি বলেন, আসামিপক্ষ এই রায় পুনর্বিবেচনার আবেদন না করলে
ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু করবে কারা কর্তৃপক্ষ।
অ্যাটর্নি জেনারেল বলেন, রায় ট্রাইব্যুনালে যাওয়ার পর মৃত্যু পরোয়ানা জারি হবে। পরে মীর কাসেমকে রায় পড়ে শোনানো হবে। রায় শুনে পুনর্বিবেচনার আবেদন করতে ১৫ দিনের সময় পাবেন তিনি। পুনর্বিবেচনার আবেদন খারিজ হলে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।
পাঠকের মতামত