প্রকাশিত: ০৩/০৯/২০১৬ ৮:১৪ এএম

mir-qasem-pic_120024-642x336_130663_130713_130725ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী তার শেষ ইচ্ছার কথা পরিবারকে জানিয়েছেন।

পরিবারের সদস্যদের ভাষ্য মতে, মীর কাসেম আলী তার জীবনের শেষ বেলায় নিজের ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাসেমের মুখ দেখতে চান। এছাড়া তিনি মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার পিতার কবরের পাশে শায়িত হওয়ার বিষয়ে পরিবারের সদস্যদের ইচ্ছা প্রকাশ করেছেন।

শুক্রবার বিকেলে মীর কাসেমের স্ত্রী খোন্দকার আয়েশা খাতুন এ তথ্য জানান ।

তিনি বলেন, রিভিউ আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের দেয়া রায় প্রকাশিত হওয়ার পরে বুধবার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় মীর কাসেম আলী তার এসব ইচ্ছার কথা তাদের জানান।

তবে কারা কর্তৃপক্ষ এখনো তার কাছে শেষ ইচ্ছার বিষয়ে জানতে চায়নি বলেই জানা গেছে।

প্রসঙ্গত, মীর কাসেম আলীর স্ত্রী খোন্দকার আয়েশা খাতুন দাবি করেছিলেন, ৯ আগস্ট সাদাপোশাকধারী লোকজন তাদের ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাসেমকে বাসা থেকে ধরে নিয়ে গেছে। সেই ছেলে তার বাবার আইনজীবীও। এরপর থেকে তাদের ছেলে নিখোঁজ রয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ হওয়ার পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার পথ শুধু খোলা ছিল। গত বুধবার রাতে রিভিউ আবেদনের রায় কারাগারে পৌঁছানোর পর কারা কর্মকর্তারা মীর কাসেমের কাছে প্রাণভিক্ষার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে মীর কাসেম জানিয়েছিলেন, ‘নিখোঁজ’ ছেলের সিদ্ধান্ত ছাড়া তিনি এ বিষয়ে কোনো মতামত দেবেন না।

3

পাঠকের মতামত

যে কারনে মামলার মুখে পড়তে পারে ইউনিয়ন ব্যাংক

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ অবস্থায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ‘নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’ এ মামলার হুঁশিয়ারি দিয়েছে সংশ্লিষ্ট ...

রোহিঙ্গাদের কোনো অবস্থাতে প্রবেশ করতে দেব না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থাতে প্রবেশ করতে দেব না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) ...