শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
মুক্তির আগেই ৪৫ কোটি আয় ‘বাহুবলী-টু’র!
প্রকাশিত - আগস্ট ৬, ২০১৬ ৮:৫৩ এএম
অপেক্ষার পালা শেষ। এবার জানা যাবেই খুনটা কেন হলো? অবাক হচ্ছেন! ভাবছেন কোন খুন? তাহলে আরও স্পষ্ট করে বুঝিয়ে বলছি। প্রশ্নটা হলো, বাহুবলীকে কেন খুন করলো কাটাপ্পা?
হ্যাঁ এই উত্তরটাই এবার জানা যাবে। কিন্তু কবে? আগামী ২৮ এপ্রিল, ২০১৭। হ্যাঁ পাঠক, ঠিক ধরেছেন। ওই দিনই মুক্তি পাবে ‘বাহুবলী টু’। এ কথা টুইট করে জানিয়েছেন পরিচালক করণ জোহর।
‘বাহুবলী’-র প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০১৫-তে। তখনই ভারতীয় সিনেমার বাণিজ্যিক ইতিহাসে ঢুকে পড়েছিল ছবিটি। কারণ বিশ্বজুড়ে ৬০০ কোটি টাকার ব্যবসা করেছিল বাহুবলি। ইতিমধ্যেই ছবিটির ৪৫ কোটি টাকার থিয়েট্রিক্যাল রাইটস্ বিক্রি হয়ে গেছে। তাই মুক্তির আগেই ইতিহাসে ঢুকে পড়লো ‘বাহুবলী পার্ট টু’ও। ছবিটি যে বক্স অফিসে তুমুল সাফল্য পাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.