প্রকাশিত: ১৪/০৮/২০১৬ ৮:০৮ এএম

joyaমুক্তি পেল জয়া আহসান অভিনীত ‘অ্যাডাল্ট ক্রাইম’ শবর সিরিজের দ্বিতীয় চলচ্চিত্র ‘ঈগলের চোখ’ সিনেমা।শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে ছবিটি।ছবিটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতিমান নির্মাতা অরিন্দম শীল। সিনেমার গল্প লিখেছেন জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

সিনেমায় পুরুষরাও নারীদের মাধ্যমে কীভাবে যৌন নিগ্রহের শিকার হন, সেটিই দেখানো হয়েছে।

সিনেমার প্রধার চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। তার চরিত্রের নাম বিষাণ। যে ছোটবেলা থেকে বিভিন্ন মহিলার দ্বারা যৌন নিগ্রহের শিকার হয়েছে। একটা সময় তার নারী শরীরের প্রতি কোনো আকর্ষণ থাকে না।

ছবিতে বিষাণের স্ত্রীর চরিত্রে দেখা যাবে বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসানকে। আর এবারও শবরের চরিত্রে থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়।

এছাড়া আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- পায়েল সরকার, গৌরব চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার।

প্রসঙ্গত, এর আগে কলকাতার ‘রাজকাহানি’ সিনেমায় অভিনয় করে ব্যাপক সমালোচিত হন জয়া। সিনেমায় বেশকিছু বিতর্কিত দৃশ্যে দেখা যায় তাকে।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...