সদ্য প্রকাশিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেডিকেলে পড়ার সুযোগ পেল দ্বীপ কুতুবদিয়ার ৭ মেধাবী শিক্ষার্থী। রবিবার (১১ ফেব্রুয়ারি) ফলাফল প্রকাশিত হবার পর চান্স পাওয়া ছাত্র-ছাত্রীদের স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যথমে শুভকামনার বন্যা বইয়ে দিতে শুরু করেন।
বরাবরই ছোট দ্বীপ থেকে বেশ কয়েকজন করে মেধাবীরা মেডিকেলে চান্স পেয়ে আসছে। এবারও ইতিামধ্যে ৭ জনের নাম জানা গেছে। মেধাক্রম অনুযায়ি তারা বিভিন্ন মেডিকেলে সুযোগ লাভ করেছে। তবে এ ই সুযোগ পাওয়া আরোম শিক্ষার্থী বাড়তে পারে বলে জানা গেছে।
উপজেলা সদর বড়ঘোপের জামশেদুল করিম তানিম চট্টগ্রাম মেডিকেল কলেজে, দক্ষিণ ধুরুং'র মিফতাহুল জান্না্ত নুর ময়মিনসিংহ মেডিকেল কলেজে, উত্তর ধুরুং এর ফায়রুজ হুমায়রা মুন্নি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে, একই মেডিকেল কলেজে আলী আকবর ডেইল এর তানজিম হোছাইন তানিম, বড়ঘোপ এর আবরারুল হক কক্সবাজার মেডিকেল কলেজে, লেমশীখালীর শাহরিয়ার নাজিম তাসফিক নোয়াখালী আব্দুল মালেক উকিরল মেডিকেল কলেজ ও উত্তর ধুরুং এর নাবিলা আফনান কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজেও ভর্তির সুযোগ পেয়েছে।
তবে এই শিক্ষার্থীদের প্রায় সবাই দ্বীপের প্রাইমারি স্কুলের গন্ডি পেরিয়েই ভাল ফলাফলের জন্য চট্টগ্রাম, কক্সবাজার বা ঢাকার নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়া-লেখা করে সাফল্যে পাচ্ছে বলে অনে কেই মনে করেন।
কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ অধ্য ক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যাইলয় এন্ড কলেজ অধ্যলক্ষ মোর্শেদুল আলম বলেন, সদ্যল প্রকাশিত মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ দ্বীপের শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, যেখানেই পড়ুক দ্বীপের ছেলে মেয়েরা মেধাবী হয়ে ভাল রেজাল্ট করতে পারছে এটাই বড় কথা।