উখিয়ায় ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া ৩ ডাম্পার টেকনাফে ধরা!
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী ও মোছারখোলা বিটের বনভূমি থেকে প্রতিনিয়ত পাচার হচ্ছে বালি ...
কক্সবাজারের টেকনাফের মেরিনড্রাইভ সড়কে বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুচড়ে মারাত্মকভাবে ৪ জন আহত হয়েছেন।
রবিবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ বড়ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।
মাইক্রোবাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরযাত্রীবাহী ৫টি মাইক্রোবাস কনের জন্য টেকনাফ যাচ্ছিলেন।
তারা দুটো মাইক্রোবাস প্রতিযোগিতা করতে গিয়ে বড়ডেইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হয়ে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। এতে চালকসহ ১৩ জন বরযাত্রী ছিল।
তারা সবাই আহত হলেও চালক সাহাব উদ্দিন (৩৮) সহ ৪ জন মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বাহারছড়া তদন্ত কেন্দের পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমান জানান, এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পাঠকের মতামত