কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও বাই-সাইকেলের সংঘর্ষে মো. জাহেদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রামু উপজেলার মেরিন ড্রাইভ সড়কের খুনিয়াপালং ইউনিয়নের পেঁচার দ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জাহেদ রামুর ধোয়াপালং পূর্বপাড়ার বাসিন্দা নুরুল সালাম প্রকাশ নুরুর ছেলে। তিনি কিছুদিন আগে মালেশিয়া থেকে দেশে ফিরেন। আহতদের মধ্যে ফরহাদ মাহমুদ ইমু হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকার শাকের ড্রাইভারের ছেলে। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।
স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াশাচ্ছন্ন রাতে কক্সবাজারমুখী দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে বাই-সাইকেলের সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ওসি জানান, নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করা হয়েছে।
পাঠকের মতামত